কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে সাজসাজ রব কলকাতায় ৷ একদিকে যেমন পরাক্রম দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেমনই নেতাজির জন্মদিনে উত্তর কলকাতায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ৷ এই দুই ভিভিআইপি-র অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্গে পরিণত হয়েছে গোটা শহর ৷ আগেই পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা টিম ৷ সিটি পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মহানগরী ৷
চলতি বছর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হবে 'পরাক্রম দিবস' হিসেবে ৷ ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ আজ নেতাজির 125তম জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে "পরাক্রম দিবস" অনুষ্ঠানে থাকবেন ৷ সেখানে "আমরা নতুন যৌবনেরই দূত" নামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ দুটি গ্যালারির উদ্বোধন করবেন ৷ তার আগে অবশ্য ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন মোদি ৷ কথা বলবেন শিল্পীদের সঙ্গে ৷
প্রথমে হয়ত নেতাজি ভবনে যাবেন তিনি ৷ এরপর সাড়ে তিনটে নাগাদ জাতীয় গ্রন্থাগারে সুভাষচন্দ্র শীর্ষক এক আলোচনাসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । সাড়ে চারটে নাগাদ যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে । সেখানে সুভাষচন্দ্রকে নিয়ে একটি স্থায়ী গ্যালারির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর । এছাড়া দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া বাংলার বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন । একদিনের ঠাসা কর্মসূচি শেষ করে রাত আটটায় বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন ।
পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে স্থির হয়েছে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরে হেলিকপ্টারে করে রেস কোর্সে আসবেন প্রধানমন্ত্রী । তার পরে সড়কপথে লাভার্স লেন, হসপিটাল রোড, এ জে সি বসু রোড, বেলভেডিয়ার রোড হয়ে জাতীয় গ্রন্থাগারে পৌঁছাবে তাঁর কনভয় । সেখানে অনুষ্ঠান শেষে করে একই পথে ফিরে মোদি পৌঁছাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এই রুট ঠিক করেছে । পুলিশের একটি অংশ জানিয়েছে, শহরে পৌঁছে প্রথমে নেতাজি ভবনে যেতে পারেন প্রধানমন্ত্রী । সে ক্ষেত্রে জওহরলাল নেহরু রোড, এলগিন রোড দিয়ে তাঁর কনভয় যাতায়াত করবে । ফলে, সেইসব রাস্তাতেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে । প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সারা শহরে কুড়ি হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী যে জায়গাগুলিতে যাবেন সেখানে স্যান্ড বাঙ্কার এবং কুইক রেসপন্স টিম রাখা হয়েছে ৷ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নির্দিষ্ট কিছু জায়গায় ড্রোন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে ৷
ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ যদিও তার আগে দুপুর বারোটায় নেতাজির সম্মানে পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ৷ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত রয়েছে এই পদযাত্রা ৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছেন ৷ পাশাপাশি দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
অন্যদিকে ফরওয়ার্ড ব্লক এবং বসু পরিবারের একাংশের দাবি, 23 জানুয়ারি পালিক হোক 'দেশপ্রেম দিবস' হিসেবে ৷ নেতাজির প্রপৌত্র ও বিজেপি নেতা চন্দ্র কুমার বসুও এই দাবিকে সমর্থন করেছেন ৷