কলকাতা, 14 জানুয়ারি : ফের রাজ্য় BJP-তে দিলীপ রাজ! অন্তত, জাতীয় গ্রন্থাগারে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের 48 ঘণ্টা আগে এমন ছবিই স্পষ্ট হতে শুরু করেছে ৷ কারণ, মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্য BJP-র সভাপতি পদে দিলীপের বিরুদ্ধে কোনও প্রার্থী দাঁড়াননি ৷ সব কিছু ঠিকঠাক চললে দিলীপ ঘোষের হাতের দলের ব্য়াটন থাকতে চলেছে ৷ আর এক্ষেত্রে টানা তিন বছর রাজ্য সভাপতির দায়িত্ব সামলাতে পারেন তিনি ৷
জরুরিভিত্তিতে BJP-র রাজ্য কমিটির বৈঠক বৃহস্পতিবার । ন্যাশনাল লাইব্রেরির এই বৈঠকে হতে পারে রাজ্য সভাপতির নাম ঘোষণা, বা এ বিষয়ে একটা রূপরেখাও তৈরি হতে পারে ৷
আপাতত, রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষই। যদিও দীর্ঘদিন ধরে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে দলের মধ্যে কোথাও যেন একটা বিভাজন স্পষ্ট । রাজনৈতিক মহলের একাংশের মতে দলে মুকুল রায়ের উপস্থিতি ও রাজ্যস্তর ছাপিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ দলে অদৃশ্য দুটি শিবির তৈরি করেছে । এই পরিস্থিতিতে যদি দিলীপের হাতেই দলের গুরু দায়িত্ব থাকে তাহলে মুকুল শিবিরের যে উপর চাপ বাড়বে তাতে সন্দেহ নেই ৷
মুকুল রায়কে দলে আনার পর থেকেই তাঁর সঙ্গে দিলীপের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছিল ৷ পঞ্চায়েত এবং পরে লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড় তুলে নিজের ভিত অনেকটাই শক্ত করেছিলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷ সে সময় দিলীপ ঘোষকে টপকে মুকুল রায়ের সঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বা অরবিন্দ মেননরা যোগাযোগ রাখছিলেন ৷ কিন্তু, বিধানসভা উপনির্বাচনে কোথায় যেন তাল কেটে যায় ৷ ফের একবার তৃণমূল ঝড়ের সামনে আটকে যায় BJP ৷ এরপরই মুকুলের বদলে কিছুটা হলেই লড়াইয়ে এগিয়ে যান দিলীপ ৷
তাছাড়া, 2021 সালের নির্বাচনের আগে 16 জানুয়ারির এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ । বৈঠকে 294 টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 টি বিধান পরিষদের সদস্য ভোটাধিকার প্রয়োগ করবে । ডাকা হয়েছে 39টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিকে । এই ভোট পর্যালোচনা করার জন্য দিল্লি থেকে আসছেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের রিটার্নিং অফিসার (SRO) মুরুলিধর রাও ।