কলকাতা, 4 জুন : বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছিল জালনোট। আর এদেশ থেকে যাচ্ছিল ফেনসিডিল ও গাঁজা। কিন্তু, পাচারের চেষ্টা রুখে দেয় BSF। তিন পাচারকারীকে গ্রেপ্তার করে উদ্ধার হয় 1 লাখ 70 হাজার টাকার জালনোট, 4 কেজি 600 গ্রাম গাঁজা ও 25 বোতল ফেনসিডিল।
জালনোট ও মাদকসহ সীমান্তে ধৃত 3 - fake notes recovered
জালনোট ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করল BSF৷ গতকাল তাদের মালদার ছুরিঅন্তপুর সংলগ্ন সীমান্ত এলাকা ও অনুরাধাপুর সীমান্ত সংলগ্ন খাজিপুর ফরেস্টের কাছ থেকে গ্রেপ্তার করা হয়৷
BSF সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। মালদার ছুরিঅন্তপুর সংলগ্ন সীমান্ত এলাকায় স্মাগলারদের মুভমেন্ট নজরে আসে জওয়ানদের। সেখানকার ITI কলেজ সংলগ্ন রাস্তায় দু'টি মোটর বাইক সন্দেহজনকভাবে সীমান্ত এলাকা থেকে ফিরছিল। BSF কর্মীরা তাদের চ্যালেঞ্জ করলে বাইক দুটি ফেলে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। কিন্তু জওয়ানদের চেষ্টায় ধরা পড়ে যায় দুজনে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 1 লাখ 70 হাজার টাকার জালনোট। ঘটনায় জড়িতরা হল জিয়াউল শেখ ও কেতাব আলি। 21 বছরের জিয়াউল বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুরের বাসিন্দা। 20 বছরের কেতাব বৈষ্ণবনগরের সাবদালপুরের বাসিন্দা। BSF নিশ্চিত, এর পিছনে বড় চক্র রয়েছে। এই চক্র জালনোট পৌঁছে দিত কলকাতা কিংবা অন্যত্র। এই চক্রে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
অন্যদিকে অনুরাধাপুর সীমান্ত সংলগ্ন এলাকায় খাজিপুর ফরেস্টের কাছে একদল স্মাগলারকে চলাফেরা করতে দেখে BSF। তাদের চ্যালেঞ্জ করতেই কয়েকজন পালিয়ে যায়। কিন্তু ধরা পড়ে যায় ইসমাইল আলি। 21 বছরের ইসমাইল কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় 25 বোতল ফেনসিডিল ও 4.6 কেজি গাঁজা। ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।