পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে কোরোনামুক্ত আরও 3 - patient discharged after getting well from corona

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত 73 জন COVID-19 আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, ওইদিন পর্যন্ত 66 জন COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । এই তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে সাতজন COVID-19-এ আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

corona
কোরোনা

By

Published : Apr 21, 2020, 7:47 AM IST

কলকাতা, 21 এপ্রিল: সুস্থ হয়ে উঠলেন আরও তিন COVID-19-এ আক্রান্ত রোগী । গতকাল তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এই তিনজনের মধ‍্যে দুইজন ভরতি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । অন্যজনের চিকিৎসা চলছিল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে।

গতকাল সল্টলেকের বেসরকারি ওই হাসপাতাল থেকে যে দুই COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে, তাঁদের একজন শ্রীভূমি এলাকার বাসিন্দা। বয়স 33 বছর । 14 এপ্রিল তাঁকে সল্টলেকের ওই হাসপাতালে ভরতি করা হয়েছিল । অন্যজন পাকসার্কাস অঞ্চলের বাসিন্দা। বয়স 60 বছর । 11 এপ্রিল তাঁকে ওই হাসপাতালে ভরতি করা হয়েছিল। সুস্থ হয়ে ওঠায় গতকাল হাসপাতাল থেকে তাঁদের ছুটি দেওয়া হয় । অন্যদিকে ID&BG হাসপাতাল থেকেও একজনকে ছুটি দেওয়া হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত 73 জন COVID-19 আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, ওইদিন পর্যন্ত 66 জনকে ছুটি দেওয়া হয়েছে । এই তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে সাতজন COVID-19-এ আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

গতকাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা এখন 245 । স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রবিরার রাজ‍্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা ছিল 198 । অর্থাৎ, গত 24 ঘণ্টায় রাজ্যে COVID-19-এ আক্রান্ত হয়েছেন 47 জন । এদিকে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, রবিবার রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা ছিল 310 । গতকাল COVID-19-এ আক্রান্তের সংখ্যা বলা হয়েছে 339 । এই তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে COVID-19-এ আক্রান্ত হয়েছেন 29 জন ।

ABOUT THE AUTHOR

...view details