কলকাতা, 3 জুন : সিবিআই আধিকারিক সেজে কসবার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ল আরও তিনজন । কলকাতা পুলিশের ডিসি ডিডি (স্পেশ্যাল) দেবস্মিতা দাস গোটা ঘটনাটি জানিয়েছেন ।
ধৃতদের নাম, সুরজিত চন্দ্র, অমিত ঘোষ ও প্রদীপ দেবনাথ ৷ এর মধ্যে সুরজিতের বাড়ি নিমতায়, অমিতের বাড়ি নেতাজীনগর থানা এলাকায়, ও প্রদীপের বাড়ি খড়দায় । এই অপহরণের ঘটনায় মোট 13 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।