কলকাতা, 5 অক্টোবর: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য জাল করে প্রায় 29 হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগের তদন্তে নেমে আরও তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । গত মঙ্গলবার তাঁদের উত্তর দিনাজপুর জেলার নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করেছে লালবাজার । সূত্রের খবর, ধৃতদের নাম মুসা আলম, মহম্মদ নৌসাদ হায়াত এবং পসিরুল আলম ।
তাঁদের বিরুদ্ধে লালবাজারের গোয়েন্দা বিভাগের অভিযোগ যে, আধার কার্ডকে হাতিয়ার করে প্রতারণার জাল বিছাতেন তাঁরা । এই ঘটনার তদন্তে নেমে এই একই মামলায় দিন সাতেক আগে উত্তর দিনাজপুর থেকে রোশন আলি এবং মোক্তার আলম নামে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃত ওই দু'জন মূলত পরিযায়ী শ্রমিক ছিলেন । কিন্তু এই একই ঘটনায় নতুন করে গ্রেফতার হওয়া তিনজন আদৌ পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
আগের ধৃতদের জেরা করে নতুন এই তিন জনের নাম উঠে আসে বলে লালবাজার সূত্রের খবর । ধৃতদের বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের 14 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন । লালবাজার সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট নকল করার মেশিন উদ্ধার হয়েছে । এই ঘটনায় ধৃত মোট পাঁচ জনকে মুখোমুখি বসিয়ে প্রাথমিক ভাবে জেরা করেছেন লালবাজারের গোয়েন্দারা । তাঁদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জেনেছেন, দলিল ডাউনলোড করার পাশাপাশি ফিঙ্গার প্রিন্টের ফটোকপি থেকেও আঙুলের ছাপ নকল করা ছিল তাঁদের কাজ ।