কলকাতা, 18 জুলাই: টালিগঞ্জে অটিস্টিক তরুণের পথ আটকে মারধরের অভিযোগে তিন নাবালককে নোটিশ পাঠাল পুলিশ । এই বিষয়ে ইটিভি ভারতকে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, অভিযুক্ত তিন নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
ঘটনায় অভিযোগকারী অমিত্রজিৎ এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ আধিকারিকরা ওই তিন নাবালকের নাম পরিচয় জানতে পারেন । এরপরেই ওই তিন নাবালকের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলেন টালিগঞ্জ থানার তদন্তকারী আধিকারিকরা । এরপরে তাদের নোটিশ পাঠিয়ে এই ঘটনায় জুভেনাইল জাস্টিস বোর্ডে আসার নির্দেশ দিয়েছে লালবাজার ।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে টালিগঞ্জ থানার অন্তর্গত চেতলা সেন্ট্রাল পার্কে । এই ঘটনায় অটিজমে আক্রান্ত তরুণ অমিত্রজিৎ বিশ্বাস পুলিশে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । তাঁর মাথায় চোট লাগে । ঘটনার পরে অমিত্রজিৎ এবং তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অমিত্রজিৎ বিশ্বাস চেতলা এলাকায় থাকেন । তিনি ছোট থেকেই অটিজমে আক্রান্ত । তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত এক মাস যাবৎ ওই এলাকায় বেশ কয়েক দল নাবালক মাঝে মধ্যেই অমিত্রজিতের পথ আটকায় । মাঝেমধ্যেই তাঁকে তাঁর রোগ নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে ব্যঙ্গ করা হত বলে অভিযোগ । তবে অমিত্রজিৎ এবং তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনায় ততটা গুরুত্ব দেননি । তবে গত রবিবার সীমা লংঘন করে ওই চার নাবালক ।
আরও পড়ুন:চেতলায় অটিস্টিক যুবককে মারধরের ঘটনায় আটক তিন
অভিযোগ, চেতলা সেন্ট্রাল পার্কের কাছে অমিত্রজিৎ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন । সেই সময় অমিত্রজিতের পথ আটকায় অভিযুক্ত নাবালক । পথ ছাড়ার জন্য অমিত্রজিৎ তাদের অনুরোধ করলে প্রথমে তারা অমিত্রজিৎকে ব্যঙ্গাত্মক কথা বলতে শুরু করে । এরপর রাস্তাতেই অমিত্রজিৎকে নাচতে বলে ওই নাবালকেরা । অভিযোগ, অমিত্রজিৎ না নাচলে তারা তার পথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেয় অভিযুক্তরা । এরপর আমিত্রজিৎ জানায়, যদি তার পথ না ছাড়ে তাহলে সে পুলিশে যাবে । পুলিশের কথা শুনে বেজায় চটে যায় ওই চার নাবালক ।
প্রথমে অমিত্রজিৎকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় । তিনি কোনও রকমে উঠে দাঁড়ালে ফের তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয় । এরপর অভিযুক্তরা তাঁকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে বলে অভিযোগ । পথচলতি মানুষ এবং এলাকার লোকজন ঘটনাস্থলে চলে আসায় ওই চার যুবক বাইক নিয়ে চম্পট দেয় ।