কলকাতা, 11 অগস্ট: বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের তিন বিচারপতিকে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম হাইকোর্টের তিন বিচারপতিকে বদলির সুপারিশ করেছে। পাশাপাশি নতুন দুই বিচারপতি কলকাতা হাইকোর্টে আসছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে যে সংখ্যক বিচারপতি থাকা উচিৎ তা নেই ৷ তারপরও অবশ্য তিন বিচারপতিকে বদলি করে সেখানে আনা হচ্ছে দুই বিচারপতি ৷
Three Justice of Cal HC Transferred: কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির বদলি , আসছেন নতুন 2
বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের তিন বিচারপতিকে ৷ সেই জায়গায় ভিন রাজ্য থেকে আসছেন নতুন দুই বিচারপতি ৷ জানা গিয়েছে, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত অবসরের পরই এই সিদ্ধান্ত ।
কলকাতা হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, বিচারপতি শেখর ববি শরাফ, বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়কে বদলির সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, পটনা হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সুর্য প্রকাশ কেশরওয়ানিকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। সুত্রের খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে বদলির সিদ্ধান্ত চূড়ান্ত করা হলেও বিচারপতি শেখর ববি শরাফ ও বিচারপতি বিবেক চৌধুরীর বদলির বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি। তবে শীঘ্রই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: মণিপুর নিয়ে গঠিত 2 কমিটিকে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
অন্যদিকে, কলকাতা হাইকোর্টে সুত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শীঘ্রই সুপারিশ করতে পারে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তবে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
কলকাতা হাইকোর্টের মোট বিচারপতি পদের সংখ্যা 72 হলেও বর্তমানে 52 জন বিচারপতি রয়েছেন। সেখান থেকে তিন জন বিচারপতিকে ভিন রাজ্যের হাইকোর্টে বদলি করে দুই জন বিচারপতিকে ভিন রাজ্য থেকে কলকাতায় আনা হচ্ছে। কলকাতা হাইকোর্টে প্রচুর মামলার চাপ থাকায় গত বছর অগস্ট মাসে একসঙ্গে নয় জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু চলতি বছর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত অবসর গ্রহণ করেছেন। সেই স্থান এখনও পূরণ হয়নি ৷