পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবুঘাটে পাচার চক্রের পর্দা ফাঁস, উদ্ধার 21 নাবালক; গ্রেপ্তার 3 - inter state minor trafficking

21 জন নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে । ঘটনায় গ্রেপ্তার তিন । অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে, ওই নাবালকদের শিশু শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য কলকাতায় আনা হচ্ছিল ।

ছবি
ছবি

By

Published : Sep 7, 2020, 4:24 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : বড়সড় পাচার চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ । বিহার থেকে নাবালকদের কলকাতায় আনা হচ্ছিল । শেষমেশ বাবুঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 21 জন নাবালককে । ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পাচার চক্রের পান্ডার সন্ধান চলছে ।

পুলিশ সূত্রে খবর, এই পাচার চক্রের বিষয়ে নির্দিষ্ট সূত্র মারফত কয়েকদিন ধরেই খবর আসছিল । সেই সূত্র ধরেই বিষয়টিতে নজর রাখা হয়েছিল । আজ ভোরে আসে নিশ্চিত খবর । কলকাতায় আনা হচ্ছে কয়েকজন নাবালককে । সেইমতো কলকাতা পুলিশের বড়সড় দল বাবুঘাট বাসস্ট্যান্ডে পৌঁছায় । সেখানে সাড়ে পাঁচটা নাগাদ আসে বিহারের সমস্তিপুরের একটি বাস । বাসটি স্ট্যান্ডে থামার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘিরে ফেলে । বাস থেকে উদ্ধার করা হয় 21 জনকে । তাদের কলকাতায় আনছিল মহম্মদ আয়সান (22), আফজাল(28) এবং মহম্মদ চাঁদ ।

ওই 21 জনকে উদ্ধার করে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকেই । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে, ওই নাবালকদের শিশু শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য কলকাতায় আনা হচ্ছিল ।

পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের কলকাতার পান্ডাদের খোঁজ চালাচ্ছে । এই পাচারের মোডাস অপারেন্ডিও খতিয়ে দেখা হচ্ছে । বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । ওই 21 জন স্বেচ্ছায় আসছিল, না কি চুরি করে আনা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ । তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । ঘটনায় ময়দান থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details