কলকাতা, 31 মে : বেনিয়াপুকুর ও এন্টালিতে ছিনতাইয়ের ঘটনায় ধৃত তিন ব্যক্তি । ধৃতদের নাম রাকেশ ওরফে বাজি, রবিউল রহমান গাজি, আয়ুবুর মোল্লা ।
লালবাজার সূত্রের খবর, এন্টালি ও বেনিয়াপুকুর থানা এলাকায় বেশ কিছুদিন ধরেই একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটছে ৷ গোটা ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তদন্তে নেমে প্রথমেই রাকেশকে গ্রেফতার করে পুলিশ । রাকেশকে গ্রেফতারের পরই তদন্তকারীরা বাকি দু‘জনের খোঁজ পায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার আংটি, সোনার চেন, কানের দুল এবং মোবাইল ফোন । এই সবগুলি বেনিয়াপুকুর এন্টালি এলাকা থেকে খোয়া গিয়েছিল ৷
এন্টালি-বেনিয়াপুকুরে ছিনতাইয়ের ঘটনায় ধৃত তিন - এন্টালি ছিনতাইয়ের ঘটনায় ধৃত তিন
তদন্তে নেমে প্রথমেই রাকেশকে গ্রেফতার করে পুলিশ । রাকেশকে গ্রেফতারের পরই তদন্তকারীরা বাকি দু‘জনের খোঁজ পায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার আংটি, সোনার চেন, কানের দুল এবং মোবাইল ফোন ।
ছিনতাইয়ের ঘটনায় ধৃত তিন
আরও পড়ুন : শান্তিপুরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি
ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ৷ ধৃতদের 4 জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালতে ।