পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাস স্ট্যান্ড থেকে 6 লাখ টাকার মোবাইল চুরি, ধৃত 3 - ধর্মতলা থেকে 6 কার্টন মোবাইল চুরি

পুলিশ সূত্রে জানা গেছে, ছ'টি কার্টনে 52 টি ফোন ছিল । সেগুলির মোট দাম 5 লাখ 92 হাজার 500 টাকা । লালবাজার সূত্রে খবর, 31 ডিসেম্বর রাত 10 টা থেকে 1 জানুয়ারি ভোর 5 টার মধ্যে ফোনগুলি চুরি হয় । কুরিয়ার সংস্থার মালিক দিলীপ দেবনাথ থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

arrested
গ্রেপ্তার

By

Published : Jan 14, 2020, 10:49 AM IST

কলকাতা, 14 জানুয়ারি : কলকাতায় মোবাইল ফোন চুরির ঘটনার তদন্তে নেমে এক সংগঠিত অপরাধ চক্রের সন্ধান পেল পুলিশ । এক কুরিয়ার সংস্থার মাধ্যমে গত বছরের ডিসেম্বরে 6 কার্টন মোবাইল ফোন পাঠানো হচ্ছিল পুরুলিয়ায় । কিন্তু তার আগেই ধর্মতলায় SBSTC বাস স্ট্যান্ড থেকে সেগুলি চুরি হয়ে যায় । এই ঘটনায় গতকাল তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্তরা চুরির কথা স্বীকার করেছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, ছ'টি কার্টনে 52 টি ফোন ছিল । সেগুলির মোট দাম 5 লাখ 92 হাজার 500 টাকা । লালবাজার সূত্রে খবর, 31 ডিসেম্বর রাত 10 টা থেকে 1 জানুয়ারি ভোর 5 টার মধ্যে ফোনগুলি চুরি হয় । কুরিয়ার সংস্থার মালিক দিলীপ দেবনাথ থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধর্মতলায় SBSTC বাস স্ট্যান্ড চত্বরের সবকটি CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় । পাশাপাশি চুরি হওয়া মোবাইলগুলির উপর IMEI নম্বরের মাধ্য়মে নজরদারি চালাচ্ছিল পুলিশ । বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে পুলিশ এই ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে । তারপর গার্ডেনরিচ, একবালপুর ও ওয়াটগঞ্জ এলাকায় অভিযান চালায় । অভিযানে ধরা পড়ে রামনগর লেনের 55 বছরের আবদুল কাশেম । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় খিদিরপুরের ভূকৈলাস রোডের 52 বছরের সুরেশ সাউ এবং একবালপুরের 26 বছরের মান্তু সাউ এই ঘটনায় জড়িত ।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ।

তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে 42 টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । এ প্রসঙ্গে যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলিধর শর্মা বলেন, "এটা একটা সংগঠিত অপরাধ চক্রের কাজ । ধৃতরা স্বীকার করেছে সে কথা । এই চক্রে জড়িত আছে আরও কিছু লোকজন । তাদের খোঁজ চলছে । উদ্ধার না হওয়া দশটি মোবাইলের খোঁজে তল্লাশি চলছে।"

ABOUT THE AUTHOR

...view details