পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি, খুনের হুমকি কৌশিক সেনকে! - letter on intolerance

অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বুদ্ধিজীবীরা ৷ অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, গৌতম ঘোষের সঙ্গে নাম ছিল কৌশিক সেনেরও ৷ আজ বিকেলেই কৌশিককে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি ।

ফাইল ফোটো

By

Published : Jul 24, 2019, 11:44 PM IST

কলকাতা, ২৪ জুলাই : অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের । তার জেরে এবার খুনের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন ৷ অভিযোগ, চিঠির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয় । বলা হয়, খুন করা হবে ওই অভিনেতাকে । ঘটনার জেরে লালবাজারে ফোন করে অভিযোগ জানিয়েছেন কৌশিক সেন ।

নন্দীগ্রাম বা সিঙ্গুর আন্দোলন, বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও একাধিক ইশুতে তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন । সামিল হয়েছেন অসহিষ্ণুতার প্রতিবাদেও । বুদ্ধিজীবীদের তরফে প্রধানমন্ত্রীকে অসহিষ্ণুতা নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে রয়েছে কৌশিকের নাম । তারপর আজ বিকেলেই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি । সূত্র জানাচ্ছে, তিনি ফোন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে । জানান, প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জেরে তিনি টেলিফোনে খুনের হুমকি পেয়েছেন । গোয়েন্দা প্রধান তাঁকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন ।

কৌশিক ইতিমধ্যেই যাদবপুর থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন বিষয়টি । তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ যাদবপুর থানায় জমা পড়েনি বলে খবর । কৌশিক সেনের টেলিফোনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান । প্রধানমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে রয়েছে অনুরাগ কাশ্যপ, কৌশিক সেন, বিনায়ক সেন, গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম । সঙ্গে মণিরত্নম, কেতন মেহতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগালরা রীতিমতো কড়া ভাষায় জানিয়েছেন নিজেদের আশঙ্কার কথা ।

নিজেদের শান্তিপ্রিয় মানুষ হিসেবে দাবি করে তাঁরা “প্রিয় দেশের সাম্প্রতিক সময়ের দুঃস্বপ্নের" কথা তুলে ধরেছেন । লিখেছেন, “আমাদের দেশের সংবিধান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের সমান অধিকার দিয়েছে । সেই অধিকার সুনিশ্চিত করার দাবিতেই আমাদের এই চিঠি ।" চিঠিতে ন্যাশনাল বিওরো অফ ক্রাইম রেকর্ডস(NCRB)-র (তথ্য ইটিভি ভারত যাচাই করেনি) দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা হয়েছে, “2016 সালে 840 জন দলিতকে অসহিষ্ণুতার শিকার হতে হয়েছে । 2009 সালের 1 জানুয়ারি থেকে 2018 সালের 29 অক্টোবরের মধ্যে 254টি ধর্মভিত্তিক হিংসার ঘটনা ঘটেছে । যাতে 91 জন মানুষ মারা গেছেন । 579 জন গুরুতর আহত হয়েছেন ।" তারপরেই এসেছে “জয়শ্রীরাম"-এর প্রসঙ্গ । চিঠিতে লেখা হয়েছে, “জয়শ্রীরাম স্লোগান এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে । যা আইন-শৃঙ্খলায় সমস্যা তৈরি করছে । ওই স্লোগান তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে । ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে । এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন । এটা বন্ধ করা হোক । "

ABOUT THE AUTHOR

...view details