পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে একদিনে হাজার পেরোল করোনা সংক্রমণ

প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা ৷ কলকাতায় সংক্রমিতের ইতিমধ্যেই এক হাজার ছাড়াল ৷ চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পৌরনিগমের ৷

শহরে একদিনে হাজার পেরোল করোনা সংক্রমণ
শহরে একদিনে হাজার পেরোল করোনা সংক্রমণ

By

Published : Apr 8, 2021, 8:34 AM IST

কলকাতা, 8 এপ্রিল : দেশ জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ পিছিয়ে নেই কলকাতাও ৷ বুধবার কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা ছিল 542 জন । স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এদিন তা প্রায় এক হাজার 100 ছাড়াল। সংক্রমণের এই লাগামছাড়া বৃদ্ধি আটকাতে ট্র্যাক টেস্ট ও ট্রিটমেন্ট পদ্ধতি নিতে চলেছে কলকাতা পৌরনিগম। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে 144 টি ওয়ার্ডে আরও বেশি ট্র্যাকিং করে সংক্রমণ চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে । সেইসঙ্গে সংক্রমণের এলাকা চিহ্নিত করে পরীক্ষা ও চিকিৎসা করা হবে। বহুতল আবাসনগুলি অতি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সেখানে বাড়তি গুরুত্ব দিচ্ছে পৌরনিগম ৷

কলকাতার বেশ কয়েকটি এলাকা অতিমাত্রায় সংক্রমিত হয়ে গেলে মুশকিল। কারণ গোটা এলাকা জুড়ে কনটেনমেন্ট জ়োন তৈরি করা যাবে না। তাই সংক্রমণ প্রতিরোধ করতে মাইক্রো প্ল্যানিং করার পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম। ছোট ছোট এলাকা চিহ্নিত করে আরও বেশি করে করোনা পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে আক্রান্ত ব্যক্তিদের সেফহোমে স্থানান্তরিত করবে কলকাতা পৌরনিগম। আগামী সপ্তাহ থেকে শহরের তিনটি সেফ হোম কোয়ারেনটাইন সেন্টার শুরু করতে চলেছে। কিশোর ভারতী স্টেডিয়াম ও বাইপাসের ধারে প্রায় 150 টি বেডের সেফহোম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । এছাড়াও রাজারহাটে প্রায় 300-এর ও বেশি বেডের সেফ হোম তৈরি করা হচ্ছে বলে পৌরনিগম সূত্রে খবর ।

আরও পড়ুন :দেশে সর্বাধিক দৈনিক সংক্রমণ, আক্রান্ত 1 লাখ 15 হাজারের বেশি

রাজ্যে ভোট চলছে ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রচারের সময় মন্ত্রী, নেতা ও কর্মীদের মধ্যে কারোর মুখে মাস্ক নেই , নেই সামাজিক দূরত্ব। করোনার বিধি নিষেধ ভুলে গিয়ে শহর থেকে গ্রামে চলছে রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের দাপাদাপি। একদিকে যেমনি রাস্তায় চলছে মিছিল, জনসভা। অন্যদিকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করছেন প্রার্থীরা। ভোটের উত্তাপের মধ্যেই করোনার আতঙ্ক যেন কেটে গেছে সাধারণ মানুষের মধ্যে। ফলে নতুন করে শহরে করোনা স্রোতের ঢল নেমেছে । যে হারে দৈনিক সংক্রমণ বাড়ছে তাতে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পৌরনিগমের কাছে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ABOUT THE AUTHOR

...view details