কলকাতা, 19 অক্টোবর: একদিকে পুজো যেমন আম বাঙালির জন্য বছরের সবচেয়ে বড় উৎসব । একইভাবে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য পুজো আয়ের বড় সম্বল । প্যান্ডেল শিল্পী থেকে প্রতিমা শিল্পী, এমনকী প্রতিমার সাজসজ্জার সঙ্গে জড়িত থাকা এমন বহু মানুষ সারা বছরভর অপেক্ষা করে এই কয়েকটা দিনের জন্য । দুর্গাপুজো রাজ্যের লোকপ্রসার শিল্পীদের জন্য একটা বড় আয়ের জায়গা ।
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তরফ থেকে লোকপ্রসার শিল্পের সঙ্গে যুক্ত বাউল, ঢাকি, ছৌ নাচের শিল্পী, আদিবাসী নৃত্যশিল্পী, গম্ভীরা পালাকার, পুতুল নাটকের দল, কালিকাপাতারির দল, ভাটিয়ালি গানের শিল্পীরা, ঘোড়ানাচ শিল্পীরা, রায়বেঁশে নৃত্যশিল্পীরা, সাঁওতালি নৃত্যশিল্পীরা ও ঝুমুর গানের দলের শিল্পীদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় ৷
এবার পুজোর মিটিংয়ে মুখ্যমন্ত্রী পুজোর উদ্যোক্তাদের এই লোক শিল্পীদের ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন । সেই মতো তথ্য সংস্কৃতি দফতর সূত্রে খবর, ভালো সংখ্যক শিল্পীর কাজের সংস্থান হয়েছে এবারের পুজোয় । শহর ও শহরতলি মিলে প্রায় এক লক্ষের কাছাকাছি লোকপ্রসার শিল্পী এবার দুর্গাপুজোয় শহরমুখী হয়েছেন । আর তাতেই হাসি চওড়া হচ্ছে লোকপ্রসার শিল্পীদের ।