পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যারা ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিতে চান, তাঁরা দেবেন : পার্থ

"যারা ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিতে চেয়েছেন, তাঁরা দেবেন । তাঁরা চিরকালই দিয়েছেন । যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সঙ্গী, যারা তাঁর সঙ্গে আছেন তাঁরা সংখ্যায় অনেক বেশি ।" শুভ্রাংশু রায় সহ একাধিক বিধায়ক ও কাউন্সিলরদের BJP-তে যোগ দেওয়া নিয়ে আজ একথা বলেন পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্য়ায়

By

Published : May 28, 2019, 10:01 PM IST

Updated : May 28, 2019, 10:06 PM IST

কলকাতা, 28 মে : মুকুল পুত্র শুভ্রাংশু রায় সহ তৃণমূল ও CPI(M)-র দু'জন বিধায়ক যোগ দিয়েছেন BJP-তে । এছাড়া যোগ দিয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর । সেই নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এতে বলার কী আছে ? ঢেউয়ের মতো আসবে আবার ঢেউয়ের মতো চলেও যাবে ।"

BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আজ দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় । এই তিন বিধায়কের BJP-তে যোগ দেওয়া নিয়ে পার্থবাবু বলেন, "তৃণমূলের মাত্র একজন বিধায়ক যোগ দিয়েছেন । যিনি যোগ দিয়েছেন তাঁকে দল সাসপেন্ড করেছিল । তুষার ভট্টাচার্য তৃণমূলের বিধায়ক ছিলেন না । অন্যজন CPI(M)-র বিধায়ক । এসব নিয়ে কিছু বলার নেই । ঢেউয়ের মতো আসবে আবার চলে যাবে । পতাকা এদিক ওদিক করলেই কী সব সম্ভব ! যারা ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিতে চেয়েছেন, তাঁরা দেবেন । তাঁরা চিরকালই দিয়েছেন । যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সাথি, যারা তাঁর সঙ্গে আছেন তাঁরা সংখ্যায় অনেক বেশি ।"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

পার্থবাবু আরও বলেন, "মানুষকে প্রভাবিত করবার চেষ্টা করে তাঁরা (BJP) খানিকটা সফল । আমরা সেইদিকেই দেখব, যাতে মানুষকে তাঁদের দারিদ্রের সুযোগ নিয়ে, অজ্ঞতার সুযোগ নিয়ে যেন কেউ ব্যবহার না করে । সেই কাজই আমরা করছি । রাজ্যের উন্নয়নে আশা করব সবাই মিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলা গঠনের প্রতিশ্রুতিকে সফল করব । আমরা CPI(M)-র বিরুদ্ধেও লড়াই করেছি । আমরা এইরকমভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও লড়াই করব ।"

Last Updated : May 28, 2019, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details