কলকাতা, 28 মে : মুকুল পুত্র শুভ্রাংশু রায় সহ তৃণমূল ও CPI(M)-র দু'জন বিধায়ক যোগ দিয়েছেন BJP-তে । এছাড়া যোগ দিয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর । সেই নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এতে বলার কী আছে ? ঢেউয়ের মতো আসবে আবার ঢেউয়ের মতো চলেও যাবে ।"
যারা ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিতে চান, তাঁরা দেবেন : পার্থ - kailash
"যারা ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিতে চেয়েছেন, তাঁরা দেবেন । তাঁরা চিরকালই দিয়েছেন । যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সঙ্গী, যারা তাঁর সঙ্গে আছেন তাঁরা সংখ্যায় অনেক বেশি ।" শুভ্রাংশু রায় সহ একাধিক বিধায়ক ও কাউন্সিলরদের BJP-তে যোগ দেওয়া নিয়ে আজ একথা বলেন পার্থ চট্টোপাধ্যায় ।
BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে আজ দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় । এই তিন বিধায়কের BJP-তে যোগ দেওয়া নিয়ে পার্থবাবু বলেন, "তৃণমূলের মাত্র একজন বিধায়ক যোগ দিয়েছেন । যিনি যোগ দিয়েছেন তাঁকে দল সাসপেন্ড করেছিল । তুষার ভট্টাচার্য তৃণমূলের বিধায়ক ছিলেন না । অন্যজন CPI(M)-র বিধায়ক । এসব নিয়ে কিছু বলার নেই । ঢেউয়ের মতো আসবে আবার চলে যাবে । পতাকা এদিক ওদিক করলেই কী সব সম্ভব ! যারা ঢেউয়ে নিজেদের ভাসিয়ে দিতে চেয়েছেন, তাঁরা দেবেন । তাঁরা চিরকালই দিয়েছেন । যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সাথি, যারা তাঁর সঙ্গে আছেন তাঁরা সংখ্যায় অনেক বেশি ।"
পার্থবাবু আরও বলেন, "মানুষকে প্রভাবিত করবার চেষ্টা করে তাঁরা (BJP) খানিকটা সফল । আমরা সেইদিকেই দেখব, যাতে মানুষকে তাঁদের দারিদ্রের সুযোগ নিয়ে, অজ্ঞতার সুযোগ নিয়ে যেন কেউ ব্যবহার না করে । সেই কাজই আমরা করছি । রাজ্যের উন্নয়নে আশা করব সবাই মিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব বাংলা গঠনের প্রতিশ্রুতিকে সফল করব । আমরা CPI(M)-র বিরুদ্ধেও লড়াই করেছি । আমরা এইরকমভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও লড়াই করব ।"