কলকাতা , 23 মে : করোনা সংক্রমণ নিয়ে নাজেহাল গোটা রাজ্য ৷ চতুর্দিকে হাহাকার ৷ অক্সিজেনের অভাব ৷
এরই মধ্যে প্রকাশ্যে এল অক্সিজেন জালিয়াতির ঘটনা ৷ ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর থানা এলাকায় ৷ পুলিশ সূত্রের খবর, ফেসবুকে অক্সিজেন পাওয়া যাবে বলে ফোন নম্বর দিয়ে পোস্ট করেছিলেন দুই প্রতারক ৷ তা দেখে নিউ আলিপুর থানার এক বাসিন্দা ওই নম্বরে ফোন করেন ৷ অক্সিজেনের জন্য ছ'হাজার টাকা চাওয়া হয়৷ সেই টাকা অনলাইনে দিয়েও দেন ওই ব্যক্তি ৷
কিন্তু টাকা পাওয়ার পরই সংশ্লিষ্ট নম্বরটি বন্ধ করে দেন অভিযুক্তরা । এরপরেই তাঁদের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷