পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার কলকাতা মেট্রোর সবকটি দপ্তরে স্যানিটাইজ়েশন - kolkata metro

সংক্রমণ ছড়িয়েছে মেট্রো ভবন অর্থাৎ মেট্রোর প্রধান দপ্তরে। কয়েকজন RPF কর্মীও কোরোনায় সংক্রমিত হয়েছে । একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । এরপরই কলকাতা মেট্রোর সবকটি দপ্তরে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷

metro
metro

By

Published : Jul 26, 2020, 4:15 AM IST

কলকাতা, 26 জুলাই : ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাধিক কর্মীর শরীরে আগেই ধরা পড়েছিল কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ এবার কোরোনার সংক্রমণ ধরা পড়ল নর্থ-সাউথ মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মীর শরীরে ৷ এরপরই আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে ৷ ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কয়েকটি অফিস স্যানিটাইজ় করা হয়েছে ৷ এবার কলকাতা মেট্রোর সবকটি বিল্ডিং স্যানিটাইজ় করার কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷

কোরোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারে সুড়ঙ্গ খননের কাজ। সংক্রমণ ছড়িয়েছে মেট্রো ভবন অর্থাৎ মেট্রোর প্রধান দপ্তরে। কয়েকজন RPF কর্মীও কোরোনায় সংক্রমিত হয়েছে । একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পার্ক স্ট্রিটের প্রধান দপ্তর, তপন সিনহা মেমোলরিয়াল হাসপাতাল, কার্শেড, মেট্রো কোয়ার্টার কমপ্লেক্স সহ মেট্রোর অন্যান্য অফিসগুলি নিয়মিত স্যায়নিটাইজ় করানো হচ্ছে ।

অফিসের ভিতর চলছে স্যানিটাইজ়েশনের কাজ
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী মেট্রোরেল হাসপাতাল অর্থাৎ টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা । হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে চিকিৎসক ও প্যারামেডিকেল নার্স। আইসোলেশন ওয়ার্ডগুলিতে রয়েছে হেপা ফিল্টার, লামিনার এয়ার ফ্লো ব্যবস্থা, সেকশন মেশিন, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার সহ আরও অন্যান্য সরঞ্জাম।

ABOUT THE AUTHOR

...view details