কলকাতা, ৫ ডিসেম্বর : নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেসুরো হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা । ইতিমধ্যেই মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী । বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী । তৃণমূল নেতা শীলভদ্র দত্ত, অতীন ঘোষদের গলাতেও বিদ্রোহের সুর । এবারে বিদ্রোহী হলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । টালিগঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, " শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে ।"
কয়েক মাস আগে হাওড়ার দলীয় নেতাদের সঙ্গে মন-কষাকষি তৈরি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের । সে সময় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন । তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সুকৌশলে বাগে নিয়ে আসেন তাঁকে । অবশেষে কিছুদিন দলের অনুগত হয়ে একপ্রকার চুপচাপই ছিলেন তিনি । কয়েকদিন আগেও তৃণমূল ভবনে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূলে আছেন এবং থাকবেন । কিন্তু আজ টালিগঞ্জের সভাতে যেন ছন্দপতন ঘটল। বেসুরো গাইলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।