কলকাতা, 3 অগস্ট: রাজ্য বিজেপি-র 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এসপ্ল্যানেডে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি মহিলা মোর্চা (BJP Protests at Esplanade)। মহিলা মোর্চার সদস্যরা 'চোর ধরো, জেল ভরো' স্লোগান দিয়ে শুরু করে তাঁদের কর্মসূচি । এদিন এই বিক্ষোভ মঞ্চে রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা অ্যাডভোকেট তিয়াশা বিশ্বাস বলেন, "যে ব্যাপক দুর্নীতির ছবি উঠে আসছে তা দেখে আমরা অবাক হচ্ছি । একদিকে নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে আন্দোলন করছে ।"
এদিন মহিলা মোর্চার পাশে থেকে আন্দোলনকে আরও চাঙ্গা করতে মঞ্চে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "অনেকেই এবারে দুর্গাপুজো দেখতে পাবেন না । ভেতরে থাকতে হবে । জেলের ভেতরে পুজোর আয়োজন হয়, সেখানে দেখবেন অনেককে আবার ভুবনেশ্বরেও যেতে হবে ।"