কলকাতা, 26 মে : কলকাতা শহরে 45 ঊর্ধ্বদের এবার কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে । সেই সঙ্গেই সুপার স্প্রেডারদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র থেকেই কোভিশিল্ডের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে ।
এদিন করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দফতরে বৈঠকের পর অতীন ঘোষ জানিয়েছেন, প্রথমে 45 ঊর্ধ্বদের কলকাতা পৌরনিগমের 102 স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম ডোজ । 45 ঊর্ধ্ব যাঁরা ভ্যাকসিন নিতে চান আগে তাদের নিজেদের সব টেস্ট করিয়ে যেতে হবে । টেস্টের রিপোর্ট নিয়ে তারা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে গেলে ভ্যাকসিন নিতে পারবেন । সেইসঙ্গে যাঁরা সুপারস্প্রেডার রয়েছে যেমন, হকার, বাজারের সবজি বিক্রেতা, তাদেরকে দেওয়া হবে কোভিশিল্ড ।