পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"এই সময়ের কর্তব্য আমার মাতৃত্বের থেকে বড়" - কলকাতা

এ এক অন‍্য লড়াই । যেখানে মাতৃত্বের স্নেহের টানকে উপেক্ষা করতে হয় । যেখানে একরত্তি মেয়েকে ছেড়ে থাকতে হচ্ছে প্রয়োজনে । মেয়েদের দেখতে ইচ্ছে হলে ভিডিয়ো কল ছাড়া উপায় নেই । মনটা কেঁদে উঠলে ওইটুকুই ভরসা বিপাশা পাহাড়ির । কারণ বিপদের এই সময়টায় দুই মেয়েকে কাছে রাখার ঝুঁকি নিতে পারেননি । তাই লকডাউনের শুরুতেই দুই মেয়েকে রেখে এসেছিলেন গ্রামের বাড়িতে । দিন-রাত ডিউটি দিয়ে চলেছেন হাসপাতালে ।

aa
মাতৃ দিবস

By

Published : May 10, 2020, 3:21 PM IST

Updated : May 10, 2020, 8:49 PM IST

কলকাতা, 9 এপ্রিল : হাতে কখনও ইঞ্জেকশনের সিরিঞ্জ, কখনও মাপছেন রোগীর প্রেসার । ইনটেনসিভ কেয়ার ইউনিটের এই বেড থেকে ওই বেডে ছুটে চলেছেন। চলছে দিন-রাত পরিশ্রম । হাজরা এলাকার একটি বেসরকারি হাসপাতালের ওই নার্স লড়াইটা লড়ছেন একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে । যা প্রশংসা কুড়িয়েছে তাঁর সহকর্মীদের । হয়ে উঠেছেন দৃষ্টান্ত । কারণ মায়ের অপত‍্য স্নেহ সরিয়ে রীতিমতো বুকে পাথর চাপিয়ে বিপদের এই সময় কাজ করে চলেছেন তিনি ।

এ এক অন‍্য লড়াই । যেখানে মাতৃত্বের স্নেহের টানকে উপেক্ষা করতে হয় । যেখানে একরত্তি মেয়েকে ছেড়ে থাকতে হচ্ছে প্রয়োজনে । মেয়েদের দেখতে ইচ্ছে হলে ভিডিয়ো কল ছাড়া উপায় নেই । মনটা কেঁদে উঠলে ওইটুকুই ভরসা বিপাশা পাহাড়ির । কারণ বিপদের এই সময়টায় দুই মেয়েকে কাছে রাখার ঝুঁকি নিতে পারেননি । তাই লকডাউনের শুরুতেই দুই মেয়েকে রেখে এসেছিলেন গ্রামের বাড়িতে । সেখানে দাদু, জেঠু, কাকুদের সঙ্গে আপাতত থাকছে ওরা । দুই মেয়ের একজন ক্লাস টুয়েলভের পড়ুয়া । অন্যজন নার্সারির । যে আবার এখনও পর্যন্ত নিজের হাতে ভালো করে খাবারই খেতে পারে না । প্রথম ক'টা দিন মেয়েদের অসুবিধা হয়নি । একান্নবর্তী পরিবারে হেসে খেলেই কেটে যাচ্ছিল দিনগুলি । কিন্তু সময় যত এগিয়েছে ততই ছোট্টো অর্ণা চাইছে মাকে । ভিডিয়ো কলে বারবার বায়না করছে, "মা , আমায় নিয়ে চলো ।" বুক ফেটে চোখের জল আসছে মায়ের । থাকতে পারছেন না জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বাবাও ।

গ্রামের বাড়িতে বিপাশার ছোটো মেয়ে

চোখের জল মুছে আবার PPE গায়ে চাপিয়ে কর্তব্য পালন করে চলেছেন বিপাশা পাহাড়ি । যিনি বলছিলেন, "চিন্তা হচ্ছে জানেন তো । বড় মেয়ের ভিডিয়ো কলিংয়ে ক্লাস চলছে । সোমবার থেকে ছোটো মেয়ের ক্লাস শুরু হবে । ও কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছি না কিছুই । মন বারবার ছুটে চলে যেতে চাইছে ওদের কাছে, কাঁথিতে । কিন্তু এই সময়ের কর্তব্য আমার মাতৃত্বের থেকে বড় ।" এক অদ্ভুত টানাপোড়েন । নার্স হিসেবে এখন আমার ছুটি নেওয়া উচিত নয় ।" কিছুটা উদাস শোনায় গলাটা । আন্তর্জাতিক মাতৃ দিবসে ফ্রন্ট লাইন ওয়ারিয়র মাকে স‍্যালিউট ।

Last Updated : May 10, 2020, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details