পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক, JNU হামলায় মন্তব্য মমতার

JNU হামলার কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই হামলাকে ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক বলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন তিনি ।

mamata
ছবি

By

Published : Jan 6, 2020, 1:37 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : JNU-তে দুষ্কৃতী হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পড়ুয়াদের উপর এই হামলাকে গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ বলে কটাক্ষ করেন তিনি । মমতা বলেন, এটি ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক ।

JNU-র ঘটনা প্রসঙ্গে মমতার বক্তব্য, যা হয়েছে খুব বিপজ্জনক । গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ এটি । কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, যারাই ওদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে পাকিস্তানির তকমা দেওয়া হচ্ছে । বলা হচ্ছে তারা দেশের শত্রু । এর আগে দেশে কোনওদিন এইরকম ঘটনা দেখিনি আমরা ।

পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা । বলেন, দিল্লি পুলিশ তো অরবিন্দ কেজরিওয়ালের অধীনে নয় । এটি কেন্দ্রীয় সরকারের অধীনে । একদিকে তারা BJP গুন্ডাদের পাঠাচ্ছে আর অন্যদিকে পুলিশকেও নিষ্ক্রিয় করে দিচ্ছে । পুলিশ আর কী করতে পারে । তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা চালিত । এটা ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

ABOUT THE AUTHOR

...view details