পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য সরকার হিংসাকেই নীতি বানিয়েছে : দিলীপ - BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

এই সরকার হিংসাকেই নীতি বানিয়েছে । এতে রাজ্যে ভয় ও প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে । আজ ডায়মন্ডহারবারে মহিলা BJP কর্মী রাধারানি নস্করের গুলিবদ্ধ হওয়ার ঘটনায় মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

Dilip Ghosh
BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

By

Published : Sep 7, 2020, 10:26 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : এই সরকার হিংসাকেই নীতি বানিয়েছে । এতে রাজ্যে ভয় ও প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে । আজ ডায়মন্ডহারবারে মহিলা BJP কর্মী রাধারানি নস্করের গুলিবদ্ধ হওয়ার ঘটনায় মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ তিনি বলেন, "দক্ষিণ 24 পরগনার বিষ্ণপুর থানার অন্তরগত BJP নেত্রীর উপর আক্রমণ করা হয়েছে । তাঁর স্বামী BJP-র বুথ সভাপতি । তিনি ছিলেন না বলেই তাঁর স্ত্রী রাধারানি নস্করকে গুলি করা হয়। তাঁর অবস্থাটা এতটাই খারাপ স্থানীয় হাসপাতালে ভরতি করা হলেও তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।"

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

তিনি আরও বলেন, "রাজ্য জুড়ে যে ধরনা প্রর্দশন হয় তার পর TMC-এর তথাকথিত নেতাদের নেতৃত্বে জায়গায় জায়গায় বোমা বন্দুক নিয়ে আক্রমণ করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details