কলকাতা, 7 সেপ্টেম্বর : এই সরকার হিংসাকেই নীতি বানিয়েছে । এতে রাজ্যে ভয় ও প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে । আজ ডায়মন্ডহারবারে মহিলা BJP কর্মী রাধারানি নস্করের গুলিবদ্ধ হওয়ার ঘটনায় মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
রাজ্য সরকার হিংসাকেই নীতি বানিয়েছে : দিলীপ - BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
এই সরকার হিংসাকেই নীতি বানিয়েছে । এতে রাজ্যে ভয় ও প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে । আজ ডায়মন্ডহারবারে মহিলা BJP কর্মী রাধারানি নস্করের গুলিবদ্ধ হওয়ার ঘটনায় মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
আজ তিনি বলেন, "দক্ষিণ 24 পরগনার বিষ্ণপুর থানার অন্তরগত BJP নেত্রীর উপর আক্রমণ করা হয়েছে । তাঁর স্বামী BJP-র বুথ সভাপতি । তিনি ছিলেন না বলেই তাঁর স্ত্রী রাধারানি নস্করকে গুলি করা হয়। তাঁর অবস্থাটা এতটাই খারাপ স্থানীয় হাসপাতালে ভরতি করা হলেও তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।"
তিনি আরও বলেন, "রাজ্য জুড়ে যে ধরনা প্রর্দশন হয় তার পর TMC-এর তথাকথিত নেতাদের নেতৃত্বে জায়গায় জায়গায় বোমা বন্দুক নিয়ে আক্রমণ করা হচ্ছে ।"