কলকাতা, 15 ফেব্রুয়ারি: বিধানসভায় বুধবার 2023-24 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এবারের বাজেটকে কর্মসংস্থান তৈরির বাজেট, কৃষক-যুবদের বাজেট ও রাজ্যের কোটি কোটি মানুষের সুবিধার্থে তৈরি বাজেট বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee on state budget) ৷ বিধানসভায় এদিন তিনি বলেন,"এই বাজেটের ফলে রাজ্যের কোটি কোটি মানুষের কর্মসংস্থান হবে বিভিন্ন কাজের মাধ্যমে এবং কর্মসৃষ্টি করাই আমাদের কাজ ৷"
বকেয়া মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীরা যে আন্দোলন চালাচ্ছেন, সেই ক্ষোভ প্রশমনে এদিন বাজেটে 3 শতাংশ বর্ধিত হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য (WB Govt increases DA) ৷ মার্চ মাস থেকেই রাজ্য সরকারি কর্মী, শিক্ষক-অশিক্ষককর্মী ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন ৷ মুখ্যমন্ত্রী এদিন জানান, আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকারী কর্মীদের পাশে থাকার চেষ্টা করছে ৷ তাঁর কথায়, "আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যসরকারি কর্মীরা সুযোগ সুবিধা পেয়েছেন ৷ এখানকার সরকারি কর্মীরা 10 বছরের বছরের পর ব্যাঙ্কক, মালয়েশিয়া, ভুটান শ্রীলঙ্কা, বাংলাদেশে ঘুরতে যেতে পারেন ৷"