কলকাতা, ২২ জানুয়ারি: দেশজুড়ে কোভিড-19-এর টিকাকরণের মধ্যেই কলকাতায় শুরু হল স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল। পঞ্চসায়রে বেসরকারি একটি হাসপাতালে এই ট্রায়াল শুরু হয়েছে। কামারহাটিতে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালেও স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তবে সরকারি এই মেডিকেল কলেজ ও হাসপাতালে স্পুটনিক ভি-র ট্রায়ালের জন্য রাজ্য সরকারের অনুমতি পাওয়া যায়নি।
16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে কোভিড-19-এর দুটি টিকা কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের টিকা। এরাজ্যে চলছে কোভিশিল্ডের টিকাকরণ। এই ধরনের পরিস্থিতির মধ্যে কলকাতায় শুরু হল কোভিড-19-এর অন্য আরও একটি টিকা স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল। এই ট্রায়াল শুরু হয়েছে পঞ্চসায়রের পিয়ারলেস হাসপাতালে। পরিকল্পনা অনুযায়ী, বেসরকারি এই হাসপাতালে রাশিয়ায় তৈরি টিকা স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল চলবে ১০০ জন স্বেচ্ছাসেবকের উপর।
এই ট্রায়ালের বিষয়ে পিয়ারলেস হাসপাতালের চিফ এগজ়িকিউটিভ সুদীপ্ত মিত্র বলেন, "আমাদের এখানে স্পুটনিক ভি-র থার্ড ফেজ়ের ট্রায়াল শুরু হয়েছে।" তবে পূর্ব ভারতের মধ্যে শুধুমাত্র এই বেসরকারি হাসপাতালেই নয়, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালেও ১০০ জন স্বেচ্ছাসেবকের উপর স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে । স্বাস্থ্য দপ্তর সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী খবর, কামারহাটির সরকারি এই মেডিকেল কলেজ ও হাসপাতালে স্পুটনিক ভি-র থার্ড ফেজ়ের ট্রায়ালের জন্য রাজ্য সরকারের অনুমতি পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিশ্বের কোরোনা টিকার হাব ভারত, আবেদন এসেছে 92 দেশ থেকে
শুধুমাত্র স্পুটনিক ভি-র থার্ড ফেজ়ের ট্রায়াল নয়, গত ডিসেম্বর মাসের শেষের দিকে কলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কোভিড-19-এর আরও একটি টিকা কোভোভ্যাক্স-এর তৃতীয় দফার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, আমেরিকার তৈরি এই টিকার থার্ড ফেজ়ের ট্রায়ালের জন্য প্রোটোকলে কিছু বদল আনা হচ্ছে। যে কারণে এখনও এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়া যায়নি। এদিকে, প্রোটোকলে কিছু বদল আনা হচ্ছে, এই কারণে এই টিকার ট্রায়াল শুরু করার আগে ফের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এথিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। এথিক্যাল কমিটি শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।