কলকাতা, 7 এপ্রিল: কোভিড-19-এ গত বছর বিভিন্ন ক্ষেত্রের বহু ফ্রন্টলাইন ওয়ার্কার অনেক আত্মত্যাগ করেছেন । এ বছর এ রাজ্যে আর কোভিড-19-এর সংক্রমণ বাড়তে দেবেন না । সাংসদ, বিধায়করা যাবেন-আসবেন। কিন্তু কোভিড-19-এর সংক্রমণ, মৃত্যুর বিষয়টি নিয়ে ভাবতে হবে । কোভিড-19-এ যাঁদের প্রিয়জনকে হারাতে হয়েছে সেই সব পরিবারের কথা ভাবতে হবে । নির্বাচনী আবহের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা চিকিৎসকদের ।
এখনও পর্যন্ত সরকারি ঘোষণা হয়নি । তবে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এ রাজ্যেও কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে । এ দিকে দেশে করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড গত বছরকে ছাপিয়ে গিয়েছে । শুধুমাত্র তাই নয় । গোটা বিশ্বের নিরিখে কোভিড-19-এর সংক্রমণে ভারত প্রথমে । এ রাজ্যে এখন বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে । এই পরিস্থিতিতে করোনার স্বাস্থ্যবিধি প্রায়ই মানা হচ্ছে না । তার উপর রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিল । ফলে স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে । যা নিয়ে চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । তাঁদের মতে এভাবে চলতে থাকলে কোভিড-19-এর সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।