পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টালা ব্রিজ পরিদর্শনে ADG এবং CP, নজরদারিতে বসছে অতিরিক্ত CCTV - There will be more CCTVs in Tala Bridge, informed by Kolkata Police Commissioner.

টালা ব্রিজে নিরাপত্তা বজায় রাখার জন্য বসানো হবে অতিরিক্ত CCTV, জানালেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা

police commissioner

By

Published : Sep 28, 2019, 5:32 PM IST

কলকাতা , 28 সেপ্টেম্বর : টালা ব্রিজে নিরাপত্তা বজায় রাখতে হবে ৷ পুজোর সময় সচল রাখতে হবে শহরের সব রাস্তাও ৷ বিকল্প রাস্তা কম থাকায় কলকাতা পুলিশকে সাহায্য নিতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের । ওই পথে উত্তর শহরতলির বাসরুট রয়েছে । তাই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে সামাল দিচ্ছে পরিস্থিতি । আজ রাজ্য পুলিশের ADG ট্রাফিক বিবেক সহায় এবং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা টালা ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে যান । সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিজ দিয়ে ছোট গাড়ি চললেও তা নিয়ন্ত্রণ করা হবে । নজরদারি জোরদার করতে বসানো হচ্ছে অতিরিক্ত CCTV ।

উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । এই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের জেরে যান চলাচলের বিকল্প রুটের জন্য পুলিশ এবং পরিবহন বিভাগকে তৈরি করতে হয়েছে বিশেষ পরিকল্পনা । বাসগুলিকে পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিছু বাসকে চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এবং কিছু বাসকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । ব্যবহার করা হচ্ছে বালি ব্রিজ । এছাড়া কিছু বাসকে বালি ব্রিজ হয়ে GT রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : টালা ব্রিজ : বন্ধ হল পাঁচ সরকারি বাসের রুট, বাকিদের গতিপথ ঘোষণা

আজ কলকাতা পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার টালা ব্রিজ পরিদর্শন করেন । সিদ্ধান্ত হয়েছে নির্দিষ্ট একটি চ্যানেল করে পারাপার করা হবে ছোট গাড়ি । বিকল্প রুটে যাতায়াত নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে ট্রাফিক বিভাগের কর্মীরা । টালা ব্রিজ-এর দুই পাশে আরও 100 মিটার পর্যন্ত রাস্তায় বসানো হবে অতিরিক্ত CCTV । এ প্রসঙ্গে অনুজ শর্মা বলেন, “ টালা ব্রিজে নজরদারি জোরদার করার জন্য বসানো হবে আরও কিছু CCTV ৷ "

আরও পড়ুন : পুজোর আগে টালা ব্রিজে বন্ধ ভারী যান চলাচল, কাল বৈঠকে মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details