কলকাতা , 28 সেপ্টেম্বর : টালা ব্রিজে নিরাপত্তা বজায় রাখতে হবে ৷ পুজোর সময় সচল রাখতে হবে শহরের সব রাস্তাও ৷ বিকল্প রাস্তা কম থাকায় কলকাতা পুলিশকে সাহায্য নিতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের । ওই পথে উত্তর শহরতলির বাসরুট রয়েছে । তাই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে সামাল দিচ্ছে পরিস্থিতি । আজ রাজ্য পুলিশের ADG ট্রাফিক বিবেক সহায় এবং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা টালা ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে যান । সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিজ দিয়ে ছোট গাড়ি চললেও তা নিয়ন্ত্রণ করা হবে । নজরদারি জোরদার করতে বসানো হচ্ছে অতিরিক্ত CCTV ।
উত্তর কলকাতার একটা বড় অংশ এবং শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু । এই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের জেরে যান চলাচলের বিকল্প রুটের জন্য পুলিশ এবং পরিবহন বিভাগকে তৈরি করতে হয়েছে বিশেষ পরিকল্পনা । বাসগুলিকে পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিছু বাসকে চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এবং কিছু বাসকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । ব্যবহার করা হচ্ছে বালি ব্রিজ । এছাড়া কিছু বাসকে বালি ব্রিজ হয়ে GT রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।