পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : সমস্ত সংবেদনশীল বুথেই সিসিটিভি, যত দ্রুত সম্ভব অভিযোগের নিষ্পত্তি; জানাল কমিশন - Election Commission says they will install cctv in every inportant booth

হাইকোর্টের নির্দেশ মেনেই 100 শতাংশ সংবেদনশীল বুথেই সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে জানাল নির্বাচন কমিশন । একইসঙ্গে কমিশন এও নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারদের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে হবে এবং যত দ্রুত সম্ভব অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে (State Election Commission says they will install cctv in every inportant booth) ৷

sws
আদালতের নির্দেশ মেনে সমস্ত সংবেদনশীল বুথেই সিসিটিভি

By

Published : Dec 14, 2021, 10:52 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: 100 শতাংশ স্পর্শকাতর বুথেই বসাতে হবে সিসিটিভি ক্যমেরা, জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । এবার সেই নির্দেশ মেনেই মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন জানাল, 100 শতাংশ সংবেদনশীল বুথেই সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে । একইসঙ্গে কমিশন এও নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারদের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে হবে এবং যত দ্রুত সম্ভব অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে (State Election Commission says they will install cctv in every inportant booth) ৷

প্রসঙ্গত উল্লেখ্য, কমিশনের পক্ষ থেকে আদালতে এর আগে জানানো হয়েছিল, কেবলমাত্র 25 শতাংশ বুথেই লাগানো হবে সিসিটিভি, কিন্তু তা মেনে নেয়নি আদালত ৷ গত নির্বাচনের হিংসার কথা মাথায় রেখে 100 শতাংশ স্পর্শকাতর বুথেই সিসিটিভি ক্যমেরা বসানোর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আর তারপরেই সিদ্ধান্ত বদল করল কমিশনও ৷

আরও পড়ুন : কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে বিজেপি, আগামিকাল শুনানি

এই বিষয়ে আজ মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করেন কমিশনার । মূলত এই বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন তিনি ৷ আর তারপরেই কমিশনের নির্দেশ, সবকটি অভিযোগ খতিয়ে দেখে তা দ্রুত সমাধান করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে হবে । সোমবার দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের ডাকা বৈঠক নিয়ে যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হয় তা অসংগত বলেও জানিয়ে দিয়েছে কমিশন । জানানো হয়েছে ওই বৈঠক কমিশনের নির্দেশেই ডাকা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details