পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টিতে মাটি হতে পারে মহালয়ার আনন্দ, আভাস আবহাওয়া দপ্তরের - Kolkata

গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরে বৃষ্টির পরিমাণ 80. 5 মিলিমিটার ৷ যদিও আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ৷ কিন্তু মহালয়ায় বৃষ্টি হতে পারে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর ৷

rain

By

Published : Sep 25, 2019, 8:36 PM IST

কলকাতা , 25 সেপ্টেম্বর : মহালয়াতেও বৃষ্টি হবে শহরে ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ সামনেই পুজো, তার জন্য বাঙালির প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ৷ এরকম সময়ে শহরের আবহাওয়ায় বদল হল ৷

গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টি হয়েছে ৷ আলিপুরে বৃষ্টির পরিমাণ 80. 5 মিলিমিটার ৷ যদিও আজ বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ৷ আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আগামী কাল এবং পরশু বৃষ্টির পরিমাণ কমবে । 26 ও 27 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে আগামী কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এখন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হলেও আগামী দুদিনে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ পাঁচটি জেলার তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং ৷

জলমগ্ন কলকাতা ৷ ফাইল ফোটো

গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

ABOUT THE AUTHOR

...view details