কলকাতা, 8 মে:কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত হতে সময় দিলেন বিচারপতি । আগামী 12 মে এই মামলার শুনানি হবে । তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য জানাতে মামলায় যুক্ত হতে পারবেন ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেওয়ার পর, সেই মামলা দুটির বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি চলছে । তাতেই বিচারপতি সোমবার এই নির্দেশ দেন । চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ দিন বলেন, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শেষ নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তারপরেও সিবিআই কেন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে না সেই প্রশ্ন তোলেন তিনি ৷
অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, "কুন্তল ঘোষের চিঠি সামনে আসে । তারপরেই একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে দেওয়া হল । মামলাকারীরা আবেদন করছেন, কেন ডাকা হচ্ছে না । কিন্তু আমাদের মামলার কোনও নোটিশ দেওয়া হচ্ছে না ।"