কলকাতা, 1 নভেম্বর: রবিবার গুজরাতে (Morbi bridge collapse) প্রায় 100 বছরের পুরনো মোরবি সেতু ভেঙে প্রাণহানি হয়েছে 135 জনের । ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দিকে কটাক্ষের তির ছুড়তে শুরু করেছে রাজ্যের শাসকদল । 2016 সালে নির্বাচনী প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পোস্তা ব্রিজ ভেঙে (Posta bridge collapse) পড়ার ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে ঈশ্বরের ইঙ্গিত ৷ সেই মন্তব্যকে কটাক্ষ করে মোরবির প্রসঙ্গ টেনে পালটা তোপ দাগতে শুরু করেছে তৃণমূল ৷ এই নিয়ে সরব হয়েছেন সুখেন্দুশেখর রায় ও ফিরহাদ হাকিমের মতো নেতারা ৷ তাই অস্বস্তি কাটাতে এ বার আসরে নামল বঙ্গ বিজেপি (BJP on Posta Bridge Collapse)৷
2016 সালে প্রধানমন্ত্রীর এ হেন মন্তব্যকে কটাক্ষ করে গতকালই নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এবং মেয়র ফিরহাদ হাকিম । তবে সেই যুক্তি মানতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত হোক এবং দোষীরা সাজা পাক । ওইদিন ঘটনাটি ঘটার 15 মিনিটের মধ্যেই সাহায্য পৌঁছে গিয়েছিল । তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যান । আজ প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং আহতদের সঙ্গে দেখা করলেন । যে সংস্থা একটা 100 বছরের পুরনো ব্রিজ সংস্কার করেছে, সেখানে কারও কোনও ভুল নিশ্চয়ই হয়েছে । পাশাপাশি অনেক বেশি মানুষজন উঠে পড়েছিল । এই সব বিষয়গুলি সরকারিভাবে খতিয়ে দেখা হচ্ছে । তবে পোস্তার ক্ষেত্রে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল । তাই প্রশ্ন উঠেছিল । একটা সেতু তৈরি হওয়ার আগেই কী করে ভেঙে পড়ে ? তাই এই দুটি ঘটনার মধ্যে যাঁরা তুলনা খোঁজার চেষ্টা করছেন, তাঁরা বাঁচার চেষ্টা করছেন । তাঁরা নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছেন ।"
আরও পড়ুন:পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে মোদির মন্তব্যই মোরবি সেতু দুর্ঘটনায় হাতিয়ার তৃণমূলের