কলকাতা, 27 এপ্রিল : কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের সংস্থান রয়েছে । মঙ্গলবার নবান্নের বিবৃতিতে মূলত তাঁর বক্তব্যেরই পুনরাবৃত্তি দেখা গেল । এদিন সন্ধ্যায় নবান্নের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় । সেই বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে অক্সিজেনের কোনো অভাব নেই । কোথাও ঘাটতি নেই জোগানেরও ।
এদিন রাজ্য সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীর চিকিৎসায় অপরিহার্য অক্সিজেন । এই কথা মাথায় রেখে, বিগত কয়েক মাসে রাজ্য সরকারের উদ্যোগে মহকুমা স্তর পর্যন্ত 105টি সরকারি করোনা হাসপাতালে পাইপলাইন দ্বারা অক্সিজেন সরবরাহ (এমজিপিএস) সুনিশ্চিত করা হয়েছে । এর ফলে রাজ্যে মোট 12500 করোনা আক্রান্ত রোগীদের 24 ঘণ্টা নিরবিচ্ছিন্ন ভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব হবে ।
নবান্ন আরও জানিয়েছে, আগামী 15 মে-এর মধ্যে নতুন 41টি সরকারি হাসপাতালে অক্সিজেন গ্যাস পাইপলাইন বসানো হবে । তাতে আরও 3000 করোনা রোগীর সুচিকিৎসা নিশ্চিত হবে । রাজ্যের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো সম্পন্ন হলে 15500 করোনা রোগীকে 24 ঘণ্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন পরিষেবা দেয়া সম্ভব হবে । এর থেকে এটা পরিষ্কার রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই ।