পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় কোনও স্পর্শকাতর বুথ নেই : ফিরহাদ হাকিম - undefined

নির্বাচন কমিশনের কাছে রাজ্যের ভোটকেন্দ্রগুলিকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করার আবেদন জানিয়েছে BJP।

ফিরহাদ হাকিম

By

Published : Mar 14, 2019, 2:05 AM IST

কলকাতা, ১৪ মার্চ : নির্বাচন কমিশনের কাছে রাজ্যের ভোটকেন্দ্রগুলিকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করার আবেদন জানিয়েছে BJP। তবে রাজ্যে স্পর্শকাতর বুথ নেই বলে দাবি করলেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের কাছে BJP-র এই দাবি নিয়ে ফিরহাদের কাছে জানতে চান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ফিরহাদ বলেন, "রাজ্যের কোথাও কোনও স্পর্শকাতর বুথ নেই। নাচতে না জানলে উঠোন বাঁকা। আসলে BJP-র পায়ের তলায় মাটি নেই। বাংলায় ওদের কোনও ক্ষমতা নেই। নির্বাচন কমিশনের কাছে বাংলাকে স্পর্শকাতর বলে পশ্চিমবঙ্গের মানুষকে বারবার অপমান করছে BJP।"

তাঁর আরও সংযোজন "চোরের মায়ের বড় গলা। মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করছে নরেন্দ্র মোদি। বাংলায় এভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হয় না। কেন্দ্রীয় সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে কিছু মিডিয়া হাউজ় কিনিয়ে পরোক্ষভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।"

নির্বাচন কমিশনকে নিয়ে ফিরহাদ বলেন, "BJP-র কথায় যদি নির্বাচন কমিশন চলে তাহলে বোঝা যাবে কমিশন নিরপেক্ষ নয়। তবে নির্বাচন কমিশন দায়িত্বশীল। তারা ঠিক ভূমিকায় পালন করবে বলে আমাদের বিশ্বাস।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details