কলকাতা, 7 জুলাই: 9 মাস নয় এবার থেকে কোভিড বুস্টার ডোজ নেওয়া যাবে 6 মাসের ব্যবধানেই । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা । তবে দ্বিতীয় ও বুস্টার ডোজের ব্যবধান কমানোর পিছনে কোনও সমস্যা দেখা যেতে পারে কী ? সেই নিয়ে তৈরি হয়েছে সংশয় । চিকিৎসকমহল অবশ্য এর মধ্যে কোনও আস্বাভাবিকতা দেখছে না । চিকিৎসকদের বার্তা, টিকা নেওয়া প্রয়োজন (There is No Problem if you take a Booster in 6 months)। বুস্টার ডোজের প্রতি মানুষের যে অনীহা দেখা দিয়েছে তা উচিত নয়। টিকার জন্য 6 মাসের ব্যবধানটাও যথেষ্ট যুক্তিযুক্ত ।
চিকিৎসক অগ্নিমিত্রা গিরি সরকার জানিয়েছেন, সকলের উচিত টিকা নেওয়া । যদি বয়স্করা টিকা নেয় তবে ছোটোদেরও সেটা দেখে টিকা নেওয়ার প্রতি একটা ইচ্ছা তৈরি হবে । ফলে বাচ্চাদের ক্ষেত্রে ভয়টা অনেকটাই কাটবে । তাই ব্যবধানের কথা চিন্তা না করে টিকা নেওয়া উচিত সকলের ।