পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমরা প্রত্যেকেই বিবর্ণ, আশা করি পরের বছর রং খেলতে পারব"

রং খেলার দিনে ক্ষোভ প্রকাশ SSC প্রার্থীদের।

SSC প্রার্থী

By

Published : Mar 21, 2019, 9:58 PM IST

কলকাতা, 21 মার্চ : আজ দোল। এই রঙের উৎসবে বেরং অনশনরত SSC চাকরিপ্রার্থীদের জীবন। তবে, হাল ছাড়েননি তাঁরা। চাকরি পেয়ে পরের বছর প্রিয়জনদের সঙ্গে দোল খেলার আশা করছেন অনশনকারীরা।

আজ ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা SSC প্রার্থীদের অনশনের ২২তম দিন। যখন সবাই রং খেলায় মত্ত, তখন আন্দোলনের জন্য রাস্তায় বসে থাকতে হচ্ছে তাঁদের। আন্দোলনের অন্যতম নেত্রী অর্পিতা দাস বলেন, "সবাই রং খেললেও আমরা মনে করি, আমাদের জীবনে রঙের কোনও প্রভাব নেই। আমরা প্রত্যেকে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। একটা চাকরির জন্য ছ'বছরের লড়াই। যেটা আজকে অনশন হয়ে রাজপথে নেমেছে। সেক্ষেত্রে আমরা মনে করছি আমাদের জীবনের রং বলে কিছু নেই। আমরা প্রত্যেকেই বিবর্ণ।"

অর্পিতা দাসের পাশাপাশি গতকাল অসুস্থ হয়ে পড়েন আরও এক প্রার্থী অনিন্দিতা জানা। তিনি বলেন, "আমাদের জীবনের রং তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। প্রায় ছ'বছর তো কোনও নিয়োগ নেই। ২৮ ফেব্রুয়ারি থেকে আমরা অনশন শুরু করেছিলাম। ভেবেছিলাম, দোলের আগে নিশ্চয়ই কোনও উত্তর পেয়ে যাব। এবছর নতুন করে রং খেলব। কিন্তু সে আশা আমাদের পূরণ হল না। আশা করি সামনের বছর সবাই একসঙ্গে রং খেলতে পারব।"

অন্য এক প্রার্থী শর্মিলা মিত্র বলেন, "২২ দিন হল আমরা এখানে রোদ, বৃষ্টি উপেক্ষা করে বসে রয়েছি। প্রায় ৭০ জন অসুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। যাঁরা এমপ‍্যানেলড তাঁরাই আজকে শুধু রঙটাকে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক টুইটারে তাদেরকে দেখে একটু হলেও হিংসা হচ্ছে। তাঁরা রঙ খেলছেন, আর আমরা বর্ণহীনভাবে ফ্যাকাসে অবস্থায় বসে রয়েছি।"

অনশনের ২২ তম দিনের পরিস্থিতি নিয়ে অর্পিতা দাস বলেন, "আজকে ২২ দিন। আমরা অনেকেই অসুস্থ। সকাল থেকে চারজন অসুস্থ হয়ে গেছেন। বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন বুদ্ধিজীবীরা, বিভিন্ন সংগঠন আমাদের সমর্থন করছেন। আমরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে সমাধান চাইছি।"

ABOUT THE AUTHOR

...view details