পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলছে এগজ়্যামিনেশন স্পেশাল ট্রাম, নেই যাত্রী

এগজ়্যামিনেশন বোর্ডের অনুরোধে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে ও সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এগজ়্যআমিনেশন স্পেশাল ট্রাম চালানো হয় । কিন্তু, বিশেষ ট্রামের ব্যবস্থা থাকলেও টাইম টেবিল ঠিক না থাকায় নেই যাত্রী ৷

এগজ়্যামিনেশন স্পেশাল ট্রাম
এগজ়্যামিনেশন স্পেশাল ট্রাম

By

Published : Mar 15, 2020, 2:57 AM IST

Updated : Mar 15, 2020, 7:03 AM IST

কলকাতা, 15 মার্চ : পরীক্ষার জন্য বিশেষ গাড়ি থাকলেও নেই যাত্রী । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে ছাত্রছাত্রীদের যাতায়াতে কোনওরকম অসুবিধা না হয়, তাই পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছে দিতে দেওয়া হচ্ছে এগজ়্যামিনেশন স্পেশাল ট্রাম । তবে প্রতিবারের মতো এবারও নেই কোনও পরীক্ষার্থী বা অভিভাবকদের ভিড় । খালিই থাকছে এই বিশেষ ট্রাম ।

ক্যালকাটা ট্রাম কোম্পানির (CTC) এক উচ্চপদস্থ আধিকারিক অনুপম বিশ্বাস বলেন যে, "এগজ়্যামিনেশন বোর্ডের অনুরোধে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে ও সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এগজ়্যআমিনেশন স্পেশাল ট্রাম চালানো হয় ।" ট্রাম গবেষক দেবাশিস ভট্টাচার্য যিনি ক্যালকাটা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশনের (Calcutta Tram Users Association) সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তিনি বলেন, "খুব কম পরীক্ষার্থী বা তাদের অভিভাবকরা জানেন যে শহরে এগজ়্যামিনেশন স্পেশাল ট্রাম চালানো হয় । কারণ সরকারি বা বেসরকারি বাস এবং রেল পরিষেবার ক্ষেত্রে যেমন প্রচার আছে ট্রামের ক্ষেত্রে এই ধরণের খবরের কোনও প্রচার নেই বললেই চলে । যে কারণে মানুষজন জানতেও পারেন না । তাই স্বাভাবিকভাবে পরীক্ষার্থীদের ভিড়ও হয় না ।" তিনি আরও বলেন, আজ বহু বছর হল ট্রামের যাতায়াতের কোনও নির্দিষ্ট টাইম টেবিল নেই ৷ আধিকারিকরা নিজেদের খেয়াল খুশি মতো ট্রাম চালান । এর ফলে সাধারণ মানুষ জানতেই পারেন না, কোন রুটে কখন ট্রাম যাতায়াত করে ।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রাম পরিষেবা দেওয়া হলেও দেখা নেই যাত্রীদের

এগজ়্যামিনেশন স্পেশালের সময়সূচী হল- পাঁচ নম্বর রুটে সকাল সাড়ে আটটায় শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৷ বেলা দেড়টায় এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত ৷ 24/29 রুটে (টালিগঞ্জ-বালিগঞ্জ রুট) সকাল 8.45 মিনিটে ছাড়বে টালিগঞ্জ থেকে ৷ বেলা 1.30 মিনিটে ছাড়বে বালিগঞ্জ থেকে ৷ 18 নম্বর রুটে বিধাননগর থেকে হাওড়া ব্রিজের দিকে একটা বিশেষ ট্রাম ছাড়বে সকাল আটটার সময় ৷ হাওড়া ব্রিজ থেকে বিধাননগরের দিকে যাবে বেলা 1.30 মিনিটে ৷ খিদিরপুর রুটে শহীদ মিনার থেকে সকাল 8.45 মিনিটে ছাড়বে ও বেলা 1.30 মিনিটে আরেকটি ছাড়বে ।

Last Updated : Mar 15, 2020, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details