পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোমা কারখানার অমিত-বাক্য উড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, দাবি ব্রাত্যর - ব্রাত্য়

গতবছর 18 অক্টোবর একটি বেসরকারি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকারে অমিত শাহ অভিযোগ করেন, বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে। তাঁর এই মন্তব্য়ের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকে আরটিআই করেন এক ব্যক্তি। আজ সেই প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহকে একহাত নেন তৃণমূল নেতা ব্রাত্য বসু।

Bratya Basu
সাংবাদিক বৈঠকে ব্রাত্য়

By

Published : Mar 9, 2021, 3:20 PM IST

Updated : Mar 9, 2021, 3:35 PM IST

কলকাতা, 9 মার্চ : বাংলায় বোমা তৈরির কারখানার অস্তিত্ব নেই ৷ একটি আরটিআইয়ের জবাবে 3 মার্চ একথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য় বসু৷ তিনি বলেন, "গত অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সভায় এবং তার আগে একটি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন বাংলার প্রতিটি জেলায় বোমা তৈরির কারখানা আছে ৷ এর পরিপ্রেক্ষিতে শাকেত গোখলে নামে এক ব্য়ক্তি আরটিআই করেন ৷ তার জবাব এসেছে চলতি মাসের 3 তারিখে৷"

শাকেত গোখলে আরটিআইয়ের মাধ্য়মে যে প্রশ্নগুলি করেছিলেন সেগুলি হল- 1) বাংলায় বোমা তৈরির কারখানাগুলির কোনও তালিকা আছে ? 2) স্বরাষ্ট্রমন্ত্রক কি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে কিছু জানিয়েছে ? 3)অমিত শাহ যে মন্তব্য় করেছেন তা তথ্য়ের ভিত্তিতে করেছেন কি না 4) এই বোমা কারখানার তথ্য় পশ্চিমবঙ্গ সরকারকে কি জানানো হয়েছে ?

আরও পড়ুন-কাজের নিরিখে কত নম্বর পেলেন বিধায়ক মনোজ টিগ্গা ?

ব্রাত্য় বসু বলেন, "শাকেত গোখলের করা প্রশ্নগুলির উত্তর দেয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এবং তারা জানিয়েছে, রাজ্য়ে বোমা তৈরির কোনও কারখানা নেই ৷" একই সঙ্গে তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ভোটে জিততে বাংলাকে অপমান করতে চাইছেন ৷ তিনি সুরক্ষার বিষয়ে কিছু না জেনেই বাংলাকে অপদস্থ করছেন ৷

গতবছর 18 অক্টোবর একটি বেসরকারি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দেন অমিত শাহ ৷ সেখানে তিনি অভিযোগ করেন, বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ দুর্নীতি চরমে ৷ তিনি বলেন, "‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না।" অমিত শাহের ওই মন্তব্য়ের জেরেই আরটিআই করা হয় ৷ যার জবাব এসেছে চলতি মাসের 3 তারিখে ৷

একই অভিযোগ তুলেছিলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ 29 অক্টোবর তিনি অমিত শাহের কাছে গিয়ে অভিযোগ করেন, বাংলায় বোমা তৈরির কারখানা হচ্ছে ৷ আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে৷ এদিকে গতকাল স্ট্র্যান্ড রোডে আগুন লাগা নিয়েও বিজেপিকে খোঁচা দেন ব্রাত্য় ৷ মুখ্য়মন্ত্রীর ঘটনাস্থলে যাওয়া উল্লেখ করে তিনি বলেন, "মুখ্য়মন্ত্রী সেখানে গেলেও বিজেপির কোনও নেতাকে দেখা যায়নি৷ রেলের কোনও আধিকারিকও যাননি সেখানে ৷" মুখ্য়মন্ত্রীর পথে হেঁটে তিনিও পুরো ঘটনার জন্য় রেলের অব্য়বস্থাকে দায়ি করেন৷

Last Updated : Mar 9, 2021, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details