কলকাতা, 12 মে : "ষষ্ঠ দফার নির্বাচনে ব্যাপক ভোট লুট হয়েছে । পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্রের কয়েকশো বুথ দখল হয়েছে । নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে । নির্বাচন কমিশনের আরও সক্রিয় থাকা উচিত ছিল ।" আজ একথা বলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । তাঁর অভিযোগ, একাধিক জায়গায় পোলিং এজেন্টকে জোর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে ।
ষষ্ঠ দফায় ব্যাপক ভোট লুট, নির্বাচন প্রহসন : বিমান - vote
ষষ্ঠ দফার নির্বাচনে শাসকদল ব্যাপক ভোট লুট করেছে । এই অভিযোগ করলেন নেতা বিমান বসু । তিনি বলেন, নির্বাচন কমিশনের আরও সক্রিয় থাকা উচিত ছিল ।
বিমানবাবু বলেন, "পোলিং এজেন্টদের জোর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে । অভিযোগ করেও কোনও লাভ হচ্ছে না । নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে । আজকের ভোট দেখে সপ্তম দফার নির্বাচনের পরিস্থিতি আন্দাজ করতে পারছি । আমাকে রোড শো, মিটিংয়ের অনুমতি দেওয়া হয়নি । রাজ্য প্রশাসন সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী কাজ করছে । "
তাঁর প্রশ্ন, "সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোট চুরি হচ্ছে কীভাবে ? নির্বাচন কমিশনের আরও সক্রিয় থাকা উচিত ছিল । রাজ্য গণতন্ত্রের সমাধি তৈরির লক্ষ্যে পথ চলছে । মানুষের পছন্দমতো ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে । "