কলকাতা, 29 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট । সেই ভোটের আগে জনসংযোগ বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস । তার মধ্যে অন্যতম 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি । এবার রাজ্যের শাসক দলের এই কর্মসূচি নিয়ে মুক্তি পেল একটি গান । রবিবার ওই থিম সং প্রকাশ করেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Sayani Ghosh on Didir Suraksha Kavach) ৷ গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, এমনকি সুরও দিয়েছেন তিনি নিজে (Didir Suraksha Kavach theme song) ।
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসী কীভাবে পাচ্ছেন, কতটা পাচ্ছেন তা নিয়েই তৈরি হয়েছে এই গান । এই থিম সংয়ের মিউজিক ভিডিয়োটির শুরুতেই উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয় । এরপর একে একে আসে দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ । পুরুলিয়ার ছৌ, শান্তিনিকেতনের বাউল গান ও দুর্গাপুজোর সব চিত্রই দেখা গিয়েছে এই ভিয়িয়োতে । এই থিম সং প্রকাশ অনুষ্ঠানে এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, এই কর্মসূচি 60 দিন ধরে চলবে । রাজ্যের 2 কোটি বাড়িতে পৌঁছবেন দিদির দূতেরা ৷ রাজ্যের মোট 15টি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরার পাশাপাশি আম জনতার অসুবিধার কথাও শোনা হবে। তৃণমূল 365 দিন মানুষের পাশে থাকে বলে এদিন দাবি করেন তৃণাঙ্কুর ভট্টাচার্য ৷