পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গা যেন শ্রীরাধিকা, সৃষ্টি সুরের রূপকথায় উলটোডাঙা সংগ্রামী - Ultodanga sangrami club

রাধারমণ দত্তর "ভ্রমর কইও গিয়া" গানের দ্বিতীয় অংশ "নাইয়ারে"-র বিষয়বস্তু নিয়ে এবারের ভাবনা উলটোডাঙা সংগ্রামী ক্লাবের ৷ রাধার আদলে তৈরি হয়েছে দেবী মূর্তি ৷

সৃষ্টি সুরের রূপকথায় উলটোডাঙা সংগ্রামী

By

Published : Oct 2, 2019, 11:07 PM IST

কলকাতা : 2017 সালে গীতিকার রাধারমণ দত্তর "ভ্রমর কইও গিয়া" গানের বিষয়বস্তু নিয়ে পুজো মণ্ডপ তৈরি করেছিল উলটোডাঙা সংগ্রামী ক্লাব ৷ ওই গানের দ্বিতীয় অংশ "নাইয়ারে"-র বিষয়বস্তু নিয়ে তাদের এবারের ভাবনা ৷

মণ্ডপজুড়ে এই ভাবনার রূপদান করেছেন শিল্পী ৷ দেবীমূর্তি এখানে রাধার আদলে তৈরি করা হয়েছে ৷ শ্রীকৃষ্ণ সমুদ্র তরঙ্গের মধ্য দিয়ে এসে পৌঁছাচ্ছেন রাধার কাছে ৷ মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে মশারির জাল, প্লাস্টিক বোতল, কোথাও বা কাঠের নৌকা ৷

ক্লাব কমিটির জয়েন্ট সেক্রেটারি তুষার সাহা বলেন, "মণ্ডপের মধ্যে মশারির নেট ব্যবহার করা হয়েছে সমুদ্র তরঙ্গ বোঝাতে ৷ শ্রীকৃষ্ণ যখন আসছেন রাধার সঙ্গে দেখা করতে । সমুদ্রে আসার সময় মাঝিকে তাঁদের বিরহের গল্প বলতে বলতে আসছেন । সেই জন্য মণ্ডপে নৌকার ব্যবহার করা হয়েছে । মা দুর্গার রূপ এখানে শ্রীরাধিকার মতো ।"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "সঙ্গীতশিল্পী সুরজিৎ চ্যাটার্জী রাধারমণ দত্তের নাইয়ারে গানটি গেয়েছেন ৷ এই গানটি আমাদের থিম সংগীতও । শিল্পী অভিজিৎ ঘটক এই গানটিকেই মণ্ডপের মাধ্যমে রূপদান করেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details