কলকাতা, 1 অক্টোবর : টালা ব্রিজে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ । কিন্তু সেতুর কাজের দিকে নজর দিচ্ছে না রেল ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালা ব্রিজ নিয়ে দুষলেন রেলকেই । রবিবার থেকে টালা ব্রিজে বাস এবং ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন ৷ সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি সরকারি রুটের বাস । সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি সরকারি এবং চারটি বেসরকারি বাসের রুট ৷ ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা ৷ কিন্তু যাত্রীদের দুর্ভোগের জন্য রেলের গাফিলতিকেই দায়ি করলেন মুখ্যমন্ত্রী ৷
আজ মমতা সাংবাদিক বৈঠকে বলেন, '' রেলকে বলা হয়েছে টালা ব্রিজের সমস্যা নিয়ে ৷ মেরামত ও রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়েছে ৷'' মুখ্যমন্ত্রীর কথায়, ''এদিকে গাড়ি চালানো যাবে না বলা হয়েছে ৷ তবে সেতু তো রেলের ৷ রাস্তাটা PWD ৷ রেল পারছে না কিছু করতে ৷ কিন্তু রেলকে বিষয়টা দেখতে হবে ৷''