পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দোকান থেকে পাঁচ লাখ চুরি, CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীকে ধরল পুলিশ - netaji nagar theft case

পুলিশ সূত্রে খবর,  5 ডিসেম্বর নেতাজি নগরের একটি দোকানে চুরি হয় । দোকানের মালিক দাবি করেছিলেন, ক্যাশবাক্স থেকে 5 লাখ 25 হাজার টাকা চুরি গেছে । নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

image
গ্রেপ্তার অভিযুক্ত

By

Published : Dec 10, 2019, 8:59 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর : 5 ডিসেম্বর নেতাজি নগর থানা এলাকার এক দোকানে চুরি হয় । CCTV ফুটেজের সূত্র ধরে আজ এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 90 হাজার টাকা ।

পুলিশ সূত্রে খবর, 5 ডিসেম্বর নেতাজি নগরের একটি দোকানে চুরি হয় । দোকানের মালিক দাবি করেছিলেন, ক্যাশবাক্স থেকে 5 লাখ 25 হাজার টাকা চুরি গেছে । নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই সূত্রে পুলিশ তদন্ত শুরু করে । খতিয়ে দেখা হয় দোকানের CCTV ফুটেজ । ফুটেছে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পায় পুলিশ । ছবির সূত্র ধরে আজ দক্ষিণ 24 পরগনার রামনগর থানা এলাকার নুরপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে । তার নাম তারক নস্কর (26) । বাড়ি কলকাতার প্রফুল্ল সেন কলোনিতে ।

পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করেছে । তার কাছ থেকে 90 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ । তাকে আরও জেরা করা হচ্ছে । আগামীকাল অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details