কলকাতা, 28 জানুয়ারি : ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য ৷ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোটো শিল্প সংস্থাগুলির তরফে রাজ্য সরকারের কাছে অগ্নিসুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন করা হয় ৷ সেইমতো মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এর ফলে ক্ষুদ্র শিল্প উপকৃত হবেন বলেও জানান অমিতবাবু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিগত বছরগুলির তুলনায় মাশুল 92% কমানো হয়েছে ৷