পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাসের সিদ্ধান্ত রাজ্যের - the wb government has decided to reduce the tariff fee for fire protection

অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোটো শিল্প সংস্থাগুলি থেকে রাজ্য সরকারের কাছে অগ্নি-সুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন করা হয় ৷ সেইমতোই মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Amit mitra
অর্থমন্ত্রী অমিত মিত্র

By

Published : Jan 28, 2020, 9:04 AM IST

কলকাতা, 28 জানুয়ারি : ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য ৷ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোটো শিল্প সংস্থাগুলির তরফে রাজ্য সরকারের কাছে অগ্নিসুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন করা হয় ৷ সেইমতো মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এর ফলে ক্ষুদ্র শিল্প উপকৃত হবেন বলেও জানান অমিতবাবু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিগত বছরগুলির তুলনায় মাশুল 92% কমানো হয়েছে ৷

অর্থমন্ত্রী অমিত মিত্রের বক্তব্য

এর আগে 14.5 মিটারের বেশি উচ্চতাসম্পন্ন বাড়ি, ধর্মশালা, গ্রন্থাগার ও অন্যান্য ক্ষেত্রে 53 টাকা 80 পয়সা অগ্নি সুরক্ষার মাশুল দিতে হত ৷ তবে, এবারে তা প্রতি বর্গফুট মাত্র 4 টাকা 35 পয়সা করে দিতে হবে ৷

অপরদিকে, ছোট নার্সিংহোম থেকে গবেষণাকেন্দ্রের ক্ষেত্রে অভিবাসনের হার প্রতি বর্গফুট 80 টাকা 70 পয়সা থেকে কমিয়ে করা হচ্ছে 6 টাকা 52 পয়সা ৷

অর্থমন্ত্রী অমিত মিত্রের বক্তব্য, ''মাশুল কমানোর কারণে ফায়ার ডিপার্টমেন্টে রেজিস্টারের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে সরকারের কাছে থাকবে সেই সম্পর্কে যাবতীয় তথ্য।''

ABOUT THE AUTHOR

...view details