পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগবাজারে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেবে কলকাতা পৌরনিগম - ফিরহাদ হাকিম

বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বাগবাজারের বস্তি ৷ সেই ঘটনার বাহাত্তর ঘণ্টা কাটতে না কাটতেই, ঘটনার উপর রাজনীতির রং লাগতে শুরু করেছে ৷ ঘটনাস্থান পরিদর্শনের পর রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বস্তিবাসীকে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

কলকাতা পৌরসংস্থা
কলকাতা পৌরসংস্থা

By

Published : Jan 15, 2021, 12:53 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : আসন্ন পৌর নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে তৎপর শাসকদল । বুধবার রাতে বাগবাজারে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগতে শুরু করেছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল সকালে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত হন ঘটনাস্থানে। পরিস্থিতি সামাল দিতে রাতেই গঙ্গাসাগর থেকে রওনা দিয়ে অগ্নিকাণ্ডে হাজির হয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম খোদ নিজেই। ঘটনাস্থান পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৷
আরও পড়ুন:বাগবাজার পরিদর্শনে ফরেনসিকের প্রতিনিধি দল

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই গতকাল সকালে কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জায়গার জরিপ সম্পূর্ণ করা হয়। মোট 108 টি পরিবারকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পৌরনিগম, নিজ নিজ গৃহ প্রকল্পের বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেয়। যে পরিবার, বস্তির যতটুকু জমিতে বসবাস করত তাদের সমপরিমাণ এলাকায় ঘর বানিয়ে দেবে কলকাতা পৌরনিগম। বাড়ি তৈরি পরিকল্পনার কাজ 7 থেকে 10 দিনের মধ্যে সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে কলকাতা পৌরনিগম।
আরও পড়ুন:বাগবাজারের মায়ের বাড়ি অক্ষত, জানাল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ

বস্তির জমিটি যেহেতু কেআইটির, তাই পুর দপ্তরের বাড়ি তৈরি করে দিতে কোনও সমস্যা নেই। কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, "যদি এক বছর অন্য জায়গায় থাকতে সম্মত হয় তাহলে বস্তিবাসীদের বাড়ি বানিয়ে দেবে পুর ও নগর উন্নয়ন দপ্তর। তবে রাজ্য সরকার ঠিক করে দেবে ক্ষতিগ্রস্তদের কোথায় রাখা হবে সেই সময় অবধি।" যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় বাগবাজার মহিলা কলেজে আপাতত ক্ষতিগ্রস্তদের রাখার ব্যবস্থা করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details