কলকাতা, 6 ডিসেম্বর : খুব শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ পেতে চলেছে স্থায়ী ডিন । বহুদিন ধরেই যাদবপুরের আর্টস, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের স্থায়ী ডিন পদটি ফাঁকা ছিল । আজ বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এই তিনটি পদে নিয়োগের জন্য তিনটি নাম সুপারিশ করে স্ক্রিনিং কমিটি । আগামীকাল উপাচার্য সুরঞ্জন দাসের অনুমোদন ক্রমে তাঁদেরকেই দেওয়া হবে নিয়োগ পত্র ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শেষ স্থায়ী ডিন ছিলেন বর্তমান সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য । 2017 সালের জানুয়ারি থেকে 2019 সালের জুলাই মাস পর্যন্ত ডিন পদে ছিলেন তিনি । চিরঞ্জীববাবু সহ-উপাচার্য হওয়ার পর থেকে ছয় মাস মেয়াদে ডিনের পদ সামলেছেন একাধিক অধ্যাপক । বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ডিনের পদে রয়েছেন অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় । অবশেষে প্রায় দেড় বছর পর এবার স্থায়ী ডিন পেতে চলেছে এই বিভাগটি । আজ কর্মসমিতির বৈঠকে এই পদের জন্য পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তের নাম সুপারিশ করা হয়েছে ।