কলকাতা, 14 অগাস্ট: সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলের মেয়াদ বাড়াল রাজ্য় সরকার । 2019 এর মে মাস থেকে অগাস্ট মাসে প্রকাশিত বিভিন্ন বিষয়ে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলের বৈধতা চলতি বছর মে থেকে অগাস্ট মাসেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু, কোরোনা আবহে দীর্ঘ কয়েক মাস ধরে লকডাউন থাকায় সেই প্যানেলের উপর কাজ করতে পারেনি কলেজ সার্ভিস কমিশন।
কলেজ সার্ভিস কমিশনের তরফে ওই সময়ে প্রকাশিত প্যানেলগুলির মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্যানেলগুলির মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। UGC-র অনুমোদনক্রমে ২০১৯-এর মে থেকে অগাস্ট মাসে প্রকাশিত সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলের বৈধতা চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করল কলেজ সার্ভিস কমিশন।
কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, "আমাদের প্যানেলের বৈধতা থাকে ১ বছর। ২০১৯ সালে মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত যে সমস্ত বিষয়ের প্যানেল প্রকাশিত হয়েছিল সেগুলোর মেয়াদ ২০২০ সালের মে থেকে অগাস্টে শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু, কোরোনা প্যান্ডেমিকের জন্য লকডাউনে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এইজন্য প্যানেলের মেয়াদ আরও চারমাস বাড়িয়ে দেওয়া হল। যে সকল বিষয়ের প্যানেল ২০১৯ সালের মে থেকে অগাস্টের মধ্যে প্রকাশিত হয়েছিল সেগুলোর মেয়াদ ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করা হল।"