পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল ফি কমানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্ট

13 অক্টোবর কলকাতা হাইকোর্ট বেসরকারি স্কুলগুলিকে প্যানডেমিক পরিস্থিতিতে টিউশন ফি 20 শতাংশ ছাড় দিতে নির্দেশ দেয় । এরপর এই রায়ের উপর স্থগিতাদেশ জারির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল বেসরকারি স্কুলগুলি ।

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Oct 28, 2020, 4:33 PM IST

Updated : Oct 28, 2020, 5:37 PM IST

কলকাতা, 28 অক্টোবর : বেসরকারি স্কুলগুলির ফি 20 শতাংশ কমাতে হবে ৷ এমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ আজ সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট ।

কোনও অভিভাবক যদি আরও ছাড়ের জন্য আবেদন করতে চান তার জন্য হাইকোর্ট তিনজনের কমিটি গঠন করেছিল ৷ আজ সুপ্রিম কোর্ট সেই কমিটির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ৷ 20 শতাংশের বেশি ছাড়ের বিষয়টির উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

13 অক্টোবর কলকাতা হাইকোর্ট বেসরকারি স্কুলগুলিকে প্যানডেমিক পরিস্থিতিতে টিউশন ফি 20 শতাংশ ছাড় দিতে নির্দেশ দেয় । এরপর এই রায়ের উপর স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল বেসরকারি স্কুলগুলি । আজ হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শা’র বেঞ্চ ।

বেসরকারি স্কুলগুলির তরফে বলা হয়েছিল, তারা কোনও সরকারি অনুদান পায় না । ফলে এইভাবে একতরফা নির্দেশ দিতে পারে না কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ মানতে গেলে বেশিরভাগ স্কুল চালানো অসম্ভব হয়ে পড়বে । কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য, এই বছরটা অন্যান্য বছরের মতো নয় । একটা প্যানডেমিকের মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা যথাযথ । তবে 20 শতাংশের বেশি ছাড়ের ব্যাপারে অভিভাবকদেরকে আবেদন জানাতে বলা হয়েছিল এবং সেই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছিল হাইকোর্ট । ওই কমিটির কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । আপাতত অভাভাবকরা 20 শতাংশের বেশি ছাড়ের আবেদন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে তারা ।

ইউনাইটেড গার্জিয়ান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ নিয়ে বলেন, ‘‘ছয় মাস ধরে কোরোনা পরিস্থিতিতে অভিভাবকরা যে দাবি তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের আজকের রায় তাকেই আবার মান্যতা দিল । এই সফলতা অভিভাবকদের আন্দোলনেরই ফল । এবার স্কুলগুলির উচিত সর্বোচ্চ আদালতের রায়কে দ্রুত কার্যকর করা ।’’

Last Updated : Oct 28, 2020, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details