কলকাতা, 7 অক্টোবর : দুর্গা পুজো উপলক্ষে রূপান্তরকামীদের জন্য নতুন জামাকাপড় ও খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ETV ভারতকে জানালেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, পিছিয়ে পড়া ও পতিতাপল্লীর মহিলারাও এই সামগ্রী পাবেন।
পুজোর আনন্দ থেকে রূপান্তরকামী, পতিতা পল্লির মেয়েরা সহ সমাজের পিছিয়ে পড়া মানুষেরা যাতে বঞ্চিত না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ করল রাজ্য সরকার। এ প্রসঙ্গে শশী পাঁজা বলেন, "সমস্ত রূপান্তরকামী সহ সমাজের পিছিয়ে পড়া মহিলাদের জন্য নতুন জামা-কাপড় চাল-ডাল পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পতিতাপল্লিতে যাঁরা রয়েছেন তাঁদেরকেও দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।"
পুজোয় রূপান্তরকামী ও পতিতাপল্লির বাসিন্দাদের পোশাক দেবে রাজ্য - provide new clothes and food items to Transgender at Pujo in west bengal
পুজোর আনন্দ থেকে রূপান্তরকামী, পতিতা পল্লির মেয়েরা সহ সমাজের পিছিয়ে পড়া মানুষেরা যাতে বঞ্চিত না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করল রাজ্য সরকার।
তিনি বলেন, "ট্রান্সজেন্ডারদের জন্য একটি বোর্ড তৈরি করা হয়েছে । ট্রান্সজেন্ডার কমিউনিটির সমস্ত সমস্যাগুলো এই বোর্ড দেখে। কোরানোর কারণে সমস্যায় থাকা এই সব মানুষের কাছে একপ্রস্থ খাদ্যসামগ্রী পৌঁছে গিয়েছিল । আমরা কিছু ত্রাণও দিয়েছি। তারা যাতে ধারাবাহিকভাবে সুবিধা পায় তার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রেশন কার্ড করে দেওয়া হয়েছে। যাদের কার্ড নেই তারা স্লিপ দিয়ে রেশন তুলতে পারবে।" এছাড়াও পতিতাপল্লির মেয়েদের জন্য বিশেষ প্রকল্পের কথা বলেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী।
তিনি বলেন, "রেড লাইট এলাকার মেয়েদের জন্য স্বাবলম্বন স্পেশাল প্রকল্প করা হয়েছে। যার মধ্যে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা ওই জীবনটা ছেড়ে আসতে চায় তাদের জন্য প্রকল্পটা ধারাবাহিকভাবে চলছে। অনেকগুলো ক্যাফেটেরিয়া তৈরি হয়েছে। আলিপুর আদালত, বিকাশ ভবন সহ অন্যত্র রয়েছে। বঞ্চিত মেয়েরা তা পরিচালনা করছে। স্বাবলম্বী হচ্ছে। যা একটা দৃষ্টান্ত তৈরি হচ্ছে।"