কলকাতা, 17 নভেম্বর : বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর সংগঠন বিস্তারে রাজ্য বিজেপির উপর আর ভরসা নেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ৷ তাই এবার বাংলাকে গৈরিকীকরণের সব দ্বায়িত্ব সোজাসুজি নিজের কাঁধেই তুলে নিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) নেতৃত্ব।
RSS সূত্রে খবর, বুধবার কেশব ভবনে রাজ্যের ৩৬টি শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করনে সংঘ প্রধান মোহন ভাগবত। বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬টি শাখা সংগঠনের সাধারণ সম্পাদকদের সঙ্গেই উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও। ভরা সভায় সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, "প্রতিটি গ্রামে স্বয়ং সেবক কর্মী তৈরি করতে হবে। প্রতিটি পাড়ায়, প্রতিটি ব্লকে, প্রতিটি ওয়ার্ডে সর্বক্ষণের কর্মীদের নিয়োগ করে RSS-এর পতাকা ওড়াতে হবে। সেজন্য সংঘ নেতৃত্বকে বাংলায় আরও পরিশ্রম করতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য কাজ করতে হবে। তবেই বাংলায় RSS-এর সংগঠন মজবুত হবে। তবে কোনওভাবেই কারও উপর নির্ভরশীলতা নয়। RSS নিজের শক্তিতেই বাংলায় সংগঠন মজবুত করবে।"