পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

RSS : রাজ্য বিজেপির উপর আর ভরসা নয়, বঙ্গ গৈরিকীকরণের সব দ্বায়িত্ব এবার সংঘের - বিজেপি

RSS সূত্রে খবর, বুধবার কেশব ভবনে রাজ্যের ৩৬টি শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করনে সংঘ প্রধান মোহন ভাগবত। বৈঠকে উপস্থিত ছিলেন সব শাখা সংগঠনের সাধারণ সম্পাদক ৷ এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।

RSS
রাজ্য বিজেপির উপর আর ভরসা নয়, বঙ্গ গৈরিকীকরণের সব দ্বায়িত্ব এবার সংঘের

By

Published : Nov 17, 2021, 9:46 PM IST

কলকাতা, 17 নভেম্বর : বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর সংগঠন বিস্তারে রাজ্য বিজেপির উপর আর ভরসা নেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ৷ তাই এবার বাংলাকে গৈরিকীকরণের সব দ্বায়িত্ব সোজাসুজি নিজের কাঁধেই তুলে নিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) নেতৃত্ব।

RSS সূত্রে খবর, বুধবার কেশব ভবনে রাজ্যের ৩৬টি শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করনে সংঘ প্রধান মোহন ভাগবত। বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬টি শাখা সংগঠনের সাধারণ সম্পাদকদের সঙ্গেই উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও। ভরা সভায় সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, "প্রতিটি গ্রামে স্বয়ং সেবক কর্মী তৈরি করতে হবে। প্রতিটি পাড়ায়, প্রতিটি ব্লকে, প্রতিটি ওয়ার্ডে সর্বক্ষণের কর্মীদের নিয়োগ করে RSS-এর পতাকা ওড়াতে হবে। সেজন্য সংঘ নেতৃত্বকে বাংলায় আরও পরিশ্রম করতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য কাজ করতে হবে। তবেই বাংলায় RSS-এর সংগঠন মজবুত হবে। তবে কোনওভাবেই কারও উপর নির্ভরশীলতা নয়। RSS নিজের শক্তিতেই বাংলায় সংগঠন মজবুত করবে।"

সূত্রের খবর, বাংলার RSS প্রধান রমাপদ পাল, সহকারি-প্রধান জলধর মাহাত, RSS-এর পূর্বভারতীয় ক্ষেত্রপ্রচারক সুব্রত চট্টোপাধ্যায়, রাজ্যের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু, মুখপাত্র বিপ্লব রায়ের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন সঙ্ঘ প্রধান মোহন ভবগত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলায় RSS-এর সংগঠনকে নিজের পায়ে দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে RSS নেতৃত্বকে। সংঘ নেতৃত্বকে ৫টি কাজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পৌরসভার কাজে অসন্তোষ, প্রশাসকদের কড়া বার্তা মমতার

সূত্রের খবর, রাজ্যে RSS সংগঠন একটি প্রকল্পও তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে বাংলায় একাধিক প্রশিক্ষণ শিবিরও চালু করার পরিকল্পনা নিয়েছে সংঘ। RSS এর মুখপাত্র বিপ্লব রায় বলেন, "আগামী ২০২৫ সালে শতবর্ষে পা দিচ্ছে RSS। এই উৎসব উপলক্ষে আমরা দেশের প্রতিটি পরিবারে একজন করে সদস্যকে সংগঠনে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details