পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্পপতিদের হাতে দ্রুত জমি তুলে দিতে পদক্ষেপ রাজ্য সরকারের - রাজ্য শিল্পোন্নয়ন নিগম

এতদিন বড় শিল্প গড়তে জমির জন্য WBSIDC-তে আবেদন করতে হত ৷ আবার শিল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন করতে হত WBIIDC -র কাছে ৷ ফলে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে পড়ত ৷ এবার সেই বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ করল রাজ্য সরকার ৷

single window system
single window system

By

Published : Nov 18, 2020, 7:57 AM IST

কলকাতা, 18 নভেম্বর : শিল্পপতিদের হাতে দ্রুত জমি তুলে দিতে নতুন পদক্ষেপ করল রাজ্য সরকার ৷ সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে এবার তাদের হাতে জমি তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সব ধরনের শিল্পের জন্য এক জায়গা থেকে জমি দেবে রাজ্য সরকার ৷ ফলে জমি হাতে পেতে শিল্পপতিদের বেশি সময় লাগবে না বলে মনে করা হচ্ছে ৷

যে কোনও শিল্প গড়ার জন্য জমি নিয়ে বড় সমস্যায় পড়তে হয় শিল্পপতিদের ৷ জমি হাতে পাওয়া বেশ সময়সাপেক্ষ হয়ে যাচ্ছিল ৷ যা নিয়ে জমা পড়ছিল একাধিক অভিযোগও ৷ এবার শিল্প স্থাপনের জন্য জমি দেওয়ার বিষয়টি সরলীকরণ করল রাজ্য সরকার ৷ এতদিন বড় শিল্প গড়তে জমির জন্য WBSIDC-তে আবেদন করতে হত ৷ আবার শিল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন করতে হত WBIIDC -র কাছে ৷ ফলে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে পড়ত ৷ এবার সেই বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ করল রাজ্য সরকার ৷

এবিষয়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা বলেন, "আর শিল্পপতিদের জমি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না । নতুন নিয়মে দ্রুত জমি হাতে পাবেন শিল্পপতিরা ৷ ফলে দ্রুত কাজ শুরু করতে পারবেন তাঁরা ।"

জানা গেছে, শিল্প গড়ার জন্য মোট 4 হাজার 630 একর জমি রয়েছে রাজ্যের কাছে । এরমধ্যে সবথেকে বেশি রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরে । সেখানে মোট জমির পরিমাণ 3199 একর । সিঙ্গল উইন্ডো সিস্টেমের ফলে রাজ্যে দ্রুত শিল্পায়ন সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details